নেদারল্যান্ডসকে দুঃসংবাদ দিল পাকিস্তান

বড় দলগুলোর বিপক্ষে খেলার সুযোগ কালেভদ্রেই পায় সহযোগী দেশগুলো। টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে খেলতে তারা মুখিয়েই থাকে। সূচি অনুযায়ী নেদারল্যান্ডসেরও খেলার কথা ছিল পাকিস্তানের সঙ্গে। কিন্তু পাকিস্তানের কাছ থেকে দুঃসংবাদই পেলেন ডাচ ক্রিকেটাররা।
২০২৪ সালের মে মাসে নেদারল্যান্ডসে সফর করার কথা ছিল পাকিস্তানের। পাকিস্তানের ইউরোপিয়ান ট্যুরে আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের আগে সেই সিরিজের দিনক্ষণ ঠিক করা ছিল। কিন্তু এবার দুইপক্ষের সমঝোতায় সিরিজটা স্থগিত করে ফেলা হয়েছে। পাকিস্তানের বিপক্ষে তাই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি সময়মতো খেলা হচ্ছে না ডাচ ক্রিকেটারদের।
পাকিস্তানের ব্যস্ত ক্রিকেট সূচির কারণেই সিরিজটিতে অংশগ্রহণ সম্ভব হচ্ছে না। এতে নেদারল্যান্ডস ক্রিকেট বোর্ডও কোনও আপত্তি জানায়নি। ব্যস্ত সূচির সমস্যা তুলে ধরে সিরিজ স্থগিতের অনুরোধ আসে পাকিস্তান ক্রিকেট বোর্ড থেকে। নেদারল্যান্ডস ক্রিকেট বোর্ড সমস্যাটি অনুধাবন করতে পেরে সম্মতি দিয়েছে। এফটিপি (ফিউচার ট্যুরস প্রোগ্রাম) অনুযায়ী নির্ধারিত সেই সিরিজ তাই আগামী বছরের মে মাসে হচ্ছে না। অনির্দিষ্টকালের জন্য স্থগিত সিরিজটি দুই বোর্ড মিলে সূচিতে জায়গা বের করে আয়োজনের চেষ্টা করবে।
গত বছরও নেদারল্যান্ডসে সফর করেছিল পাকিস্তান দল। ডাচদের সঙ্গে তখন তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেন পাকিস্তানিরা। ডাচরা সিরিজ হেরে যায় ৩-০ ব্যবধানে।
Comments