তবুও বোলারদের বেশি কৃতিত্ব দিলেন সূর্যকুমার

২০৯ রানের লক্ষ্য। যে রান তাড়া করে জিততে হলে রেকর্ড গড়তে হতো ভারতকে। শেষ পর্যন্ত ব্যাটারদের অসাধারণ ব্যাটিংয়ে রেকর্ড গড়েই জিতেছে দলটি। কিন্তু তবুও এ জয়ের কৃতিত্ব বোলারদের দিয়েছেন ম্যাচ জয়ের নায়ক ও অধিনায়ক সূর্যকুমার যাদব।
বৃহস্পতিবার বিশাখাপত্তমে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে অস্ট্রেলিয়াকে ২ উইকেটে হারিয়েছে ভারত। রেকর্ড গড়া এই জয়ে বিশ্বকাপের ফাইনালে হারের ক্ষততে কিছুটা হলেও প্রলেপ দিতে পেরেছে দলটি। মূলত অধিনায়ক সূর্যকুমার ও ইশান কিশানের ঝড়ো ইনিংসের ভিত্তিতে জয় পায় স্বাগতিকরা।
তবে ম্যাচ জয়ের পরে ব্যাটারদের থেকে বোলারদেরকেই বেশি কৃতিত্ব দিলেন অধিনায়ক, 'ভেবেছিলাম কিছু শিশির থাকবে কিন্তু তা হয়নি। এটা বড় মাঠ নয় এবং আমি জানতাম ব্যাটিং করা সহজ হবে। ভেবেছিলাম ২৩০-২৩৫ রান উঠতে পারে। কিন্তু বোলাররা সত্যিই দুর্দান্ত পারফর্ম করেছে।'
'এটা উপভোগ করার মতো ম্যাচ। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আমরা অনেকবার এমন পরিস্থিতিতে পড়েছি, আমি শুধু ইশানকে বলেছি নিজের খেলা উপভোগ করো। আমরা জানতাম কী ঘটতে চলেছে। আমি আমার ব্যাটিং উপভোগ করার চেষ্টা করি। পরিবেশও দারুণ ছিল, ভক্তদের ধন্যবাদ। ছেলেরা কীভাবে তাদের ধৈর্য ধরে রেখেছে তা দেখতে ভালো লেগেছে,' যোগ করেন অধিনায়ক।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এগিয়ে যাওয়ায় দারুণ খুশি সূর্যকুমার, 'এই ম্যাচে আমাদের ছেলেরা যেভাবে খেলেছে তাতে আমি খুব খুশি। দলের খেলোয়াড়দের শক্তিতে আমি খুবই খুশি। আমরা চাপের মধ্যে ছিলাম, কিন্তু সব ছেলেরা যেভাবে পারফর্ম করেছে তা বিস্ময়কর ছিল।'
উল্লেখ্য, টি-টোয়েন্টি এটা সর্বোচ্চ রান তাড়া করে জয় ভারতের। এর আগে ২০১৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০৮ রানের লক্ষ্য তাড়া করে জিতেছিল তারা। তবে সবমিলিয়ে রেকর্ডটি দক্ষিণ আফ্রিকার। চলতি বছরের মার্চে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৫৯ রানের লক্ষ্য তাড়ায় নেমে জয় পায় প্রোটিয়ারা।
Comments