আইপিএল দল-বদল

গুজরাট ছেড়ে মুম্বাইতে ফিরছেন হার্দিক

Hardik Pandya
হার্দিক পান্ডিয়া। ছবি: আইপিএল

গুজরাট টাইটান্সে যোগ দিয়েই নতুন দলটিকে ২০২২ সালে নেতৃত্ব দিয়ে শিরোপা জেতান হার্দিক পান্ডিয়া। সর্বশেষ আসরেও খেলেছিলেন ফাইনালে। তবে এবার গুজরাট ছেড়ে দিচ্ছেন তারকা অলরাউন্ড। ফিরছেন তার পুরনো ঠিকানা মুম্বাই ইন্ডিয়ান্সে।

এমন খবরই দিয়েছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো। তারা জানিয়েছে ২০১৫ সালে যেখান থেকে আইপিএল ক্যারিয়ার শুরু করেছিলেন হার্দিক, সেই ঠিকানায় ফেরত যাচ্ছেন তিনি।

হার্দিককে কিনে নিতে ১৫ কোটি টাকার চুক্তি করছে মুম্বাই। এছাড়াও হার্দিকের পারিশ্রমিক আছে আলাদা, সেই অঙ্কটা প্রকাশ করা হয়নি। ট্রান্সফার ফির ৫০ শতাংশ পাবেন হার্দিক নিজে।

চুক্তিটা সম্পন্ন হয়ে গেলে তা হবে আইপিএলের ইতিহাসের সবচেয়ে বড় দল বদলের ঘটনা। এই ব্যাপারে কোন ফ্যাঞ্চাইজি অবশ্য মন্তব্য করেনি। মুম্বাইয়ের জন্য চ্যালেঞ্জ হচ্ছে খেলোয়াড় কেনার জন্য তাদের হাতে আছে আর ৫০ লাখ রুপি। এছাড়াও আগামী নিলামের সঙ্গে মিলিয়ে আরও ৫ কোটি যুক্ত করতে পারে তারা। এর মানে হচ্ছে হার্দিককে পেতে একজন খেলোয়াড়কে ছেড়ে দিতে হবে মুম্বাইকে। ২৬ নভেম্বরের মধ্যে করতে হবে এই কাজ।

গুজরাটে দুই মৌসুমে দারুণ সফল হার্দিক। তার নেতৃত্বে এক শিরোপা আর আরেকটির ফাইনাল খেলে গুজরাট। ব্যাটে-বলেও দলের সাফল্যে বড় ভূমিকা ছিল তার।

Comments

The Daily Star  | English
Unhealthy election controversy must be resolved

Unhealthy election controversy must be resolved

Just as the fundamental reforms are necessary for the country, so is an elected government.

3h ago