২০২৪ আইপিএল থেকে সরে দাঁড়ালেন রুট

গত আইপিএলে খুব বেশি ম্যাচ না পেলেও রাজস্থান রয়্যালসের স্কোয়াডে ছিলেন সাবেক ইংল্যান্ড অধিনায়ক জো রুট। খেলোয়াড় ধরে রাখা বিষয়ে আলোচনার সময় ডানহাতি এই ব্যাটার জানিয়েছেন তিনি আগামী আসরে খেলতে পারছেন না।
রাজস্থান রয়্যালসের পরিচালক কুমার সাঙ্গাকারা ফ্র্যাঞ্চাইজিটির ওয়েব সাইটে দিয়েছেন এই তথ্য, 'আমাদের রিটেনশন আলোচনায় জো জানিয়েছে সে ২০২৪ সালের আইপিএলে থাকছে না।'
অল্প সময়ের উপস্থিতিতে রুট রাজস্থানে ইতিবাচক প্রভাব ফেলেছেন বলেও সাঙ্গাকারা যুক্ত করেছেন তার বিবৃতিতে, 'অল্প সময়ের উপস্থিতিতেও জো ইতিবাচক প্রভাব ফেলেছিল খেলোয়াড়দের মাঝে। তার অভিজ্ঞতা রয়্যালস মিস করে। আমরা তার সিদ্ধান্তকে শ্রদ্ধা জানাই এবং তার আগামীর জন্য শুভকামনা জানাই।'
গত বছর রাজস্থানের হয়ে আইপিএলে অভিষেক হয় রুটের। কিন্তু পুরো আসরে তিনি মাত্র তিন ম্যাচে একাদশে ছিলেন, ব্যাট করার সুযোগ পেয়েছেন স্রেফ একবার। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে সেই ম্যাচে করেন ১০ রান।
এর আগে আইপিএল থেকে নিজের নাম সরিয়ে নেন আরেক ইংলিশ তারকা বেন স্টোকস। চেন্নাই সুপার কিংসকে নিজের অনুপস্থিতির কথা জানিয়ে দেন তারকা অলরাউন্ডার।
Comments