পিএসএলের ড্রাফটে প্লাটিনাম ক্যাটাগরিতে সাকিব

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) এর নবম আসরের ড্রাফটে প্লাটিনাম ক্যাটাগরিতে আছেন সাকিব আল হাসান। আসছে ফেব্রুয়ারিতে শুরু হতে যাওয়া আসরটির জন্য নিলাম হবে আগামী ১৪ ডিসেম্বর।
নিজেদের এক্স একাউন্টে (আগের টুইটার) ৪৯৩ জন বিদেশি ক্রিকেটারের ড্রাফটে তালিকা প্রকাশ করেছে পিএসএল কর্তৃপক্ষ। যাতে আছেন ২৮ জন বাংলাদেশি ক্রিকেটার। একমাত্র সাকিবই জায়গা পেয়েছেন প্লাটিনাম তালিকায়। এই ক্যাটাগরির ভিত্তি মূল্য ১ লাখ ৩০ হাজার ইউএস ডলার।
৬০ হাজার ডলারের ডায়মন্ড ক্যাটাগরিতে নাম আছে তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদের।
গতবার সাকিব পিএসএলে কেবল এক ম্যাচ খেলেছিলেন। পেশোয়ার জালমির হয়ে এক ম্যাচ খেলার পর স্ত্রীর অসুস্থতায় যুক্তরাষ্ট্রে চলে যান।
এর আগে পেশোয়ার জালমি ও করাচি কিংসের হয়ে আরও দুই আসর খেলার অভিজ্ঞতা আছে বাংলাদেশের তারকার। আগামী ১৩ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত হবে পিএসএলের নতুন আসর।
Comments