মোস্তাফিজকে ছেড়ে দিয়েছে দিল্লি

গুঞ্জন ছিল আগেই। শেষ পর্যন্ত সেই গুঞ্জন অনুযায়ী দিল্লি ক্যাপিটালস ছেড়ে দিয়েছে মোস্তাফিজুর রহমানকে। ২০২৪ আইপিএলের নিলামের আগে ফ্র্যাঞ্চাইজিগুলোর ধরে রাখা খেলোয়াড়দের তালিকায় নেই এই বাঁহাতি পেসারের নাম।

২০২২ সালে নিলামে দিল্লি ক্যাপিটালস কিনেছিল মোস্তাফিজকে। দুই কোটি রুপিতে তাকে কেনার পর ২০২৩ আইপিএলেও তাকে ধরে রেখেছিল ফ্র্যাঞ্চাইজিটি। কিন্তু আগামী মৌসুমের আগে বাংলাদেশের এই পেসারকে আর ধরে রাখেনি দিল্লির দলটি।

আইপিএলের গত মৌসুমটা ভালো কাটেনি মোস্তাফিজের। দুই ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন। যেখানে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। মাত্র একটি উইকেটই নিতে পেরেছিলেন'। ছিলেন বেশ খরুচেও। ওভারপ্রতি ১১.২৯ রান করে দিয়েছিলেন তিনি।

অবশ্য ২০২৩ আইপিএল মোস্তাফিজের মতো তার দলেরও কেটেছে একেবারেই বিবর্ণ। ১৪ ম্যাচে মাত্র পাঁচ জয়ে তারা অবস্থান করে পয়েন্ট টেবিলের তলানিতে। নবম হওয়া দিল্লি তাই আরেকটি মৌসুমের আগে দলে এনেছে অনেক বদল।

মোস্তাফিজের সঙ্গে ছেড়ে দিয়েছে আরও তিন বিদেশি খেলোয়াড়কে। দক্ষিণ আফ্রিকান রাইলি রুশো ও ওয়েস্ট ইন্ডিজের রভমান পাওয়েল, ইংল্যান্ডের ফিল সল্ট- বিদেশি এই তিনজনকেই আর ধরে রাখেনি তারা। দেশিদের মধ্যে ছেড়ে দিয়েছে সাতজন ক্রিকেটারকে। ব্যাটারদের মধ্যে মানিশ পান্ডে, সরফরাজ খান, প্রিয়াম গার্গ, রিপাল প্যাটল ও আমান খান। তাদের সঙ্গে দুই বোলার চেতান সাকারিয়া ও কামলেশ নাগারকোটির নামও উঠবে নিলামে।

এখন পর্যন্ত মোস্তাফিজ খেলে ফেলেছেন আইপিএলের চারটি ফ্র্যাঞ্চাইজির হয়ে। সানরাইজার্স হায়দরবাদে শুরু, এরপর মুম্বাই ইন্ডিয়ান্স হয়ে রাজস্থান রয়্যালসে খেলেছেন বাংলাদেশের এই পেসার। সবশেষ দিল্লি ক্যাপিটালসে খেললেন দুটি মৌসুম।

আইপিএলের আগামী আসরের নিলাম অনুষ্ঠিত হবে ১৯ ডিসেম্বর।  

Comments

The Daily Star  | English

Doubts growing about interim govt’s capability to govern: Tarique

"If we observe recent developments, doubts are gradually growing among various sections of people and professionals for various reasons about the interim government's ability to carry out its duties."

1h ago