অন্যের হারে খুশি হওয়ার মানসিকতা থেকে বেরুতে বললেন ওয়াসিম-গম্ভীর

wasim akram and gautam gambhir

অনেক বিষয়েই হয়ত মত পার্থক্য আছে ওয়াসিম আকরাম ও গৌতম গম্ভীরের। তবে পাকিস্তান ও ভারতের সাবেক দুই ক্রিকেটার একটা বিষয়ে শক্তভাবে দাঁড়ালেন এক জায়গায়। কণ্ঠে কণ্ঠ মিলিয়ে তাদের আহবান, খেলাধুলায় বিদ্বেষের মানসিকতা থেকে অন্যের হারে খুশি হওয়ার কোন মানে নেই।

সম্প্রতি বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ভারতের হারের পর উল্লাস প্রকাশ করতে দেখা যায় পাকিস্তান ও বাংলাদেশের সমর্থকদের। পাকিস্তান ও বাংলাদেশ নিজেরা বিশ্বকাপে ভালো করতে না পারলেও ভারতে হারে প্রকাশ্যে দেখায় উল্লাস।

এই বিষয়টি নিয়ে গত কয়েকদিন ধরেই চলছে আলোচনা। ভারতীয় এক সংবাদ মাধ্যমে এই ব্যাপারে ওয়াসিম বলেন, 'ভারত ও পাকিস্তানের লোকজন একে অপরের হারে যেভাবে উদযাপন করেছে তা দেখে একটা কথাই বলা যায়, "যার বিয়ে তার খবর নেই পাড়াপড়শির ঘুম নেই।"'

ওয়াসিমের মতে দুই দেশের কিছু মানুষ এসব উগ্রতাকে উস্কানি দেন, 'আপনার দেশের প্রতি আপনার টান আছে, আমার দেশের প্রতি আমার টান আছে। ব্যাপারটা এখানেই শেষ হওয়া দরকার। আমি কারো নাম নিব না, তবে দুই দেশেই এমন কিছু মানুষ আছেন যাদের আচরণ এসবকে উস্কে দেয়। দিনশেষে এটা স্রেফ খেলাই।'

বিশ্বকাপে লিগ পর্ব থেকে পাকিস্তানের বিদায়ের পর ভারতীয় অনেক সমর্থকও উল্লাস করেছিলেন। সেই প্রসঙ্গ টেনে ভারতের সাবেক ওপেনার গম্ভীর জানান এই মানসিকতা থেকে সরে আসা উচিত, 'অন্যের হারে আনন্দিত হওয়ার চাইতে নিজেদের দলের জেতার দিকে মনোযোগী হোন। অন্যের হারে উদযাপনের কোন মানে নেই। পাকিস্তান হারলে ভারতের মানুষ খুশি হয়, ভারত হারলে পাকিস্তানের মানুষ খুশি হয়। এটা খুব নেতিবাচক মানসিকতা। এসব বদলাতে হবে, অন্তত খেলাধুলার ক্ষেত্রে তো বটেই।'

Comments

The Daily Star  | English

Funeral of Pope Francis begins at Vatican

Applause rang out as the wooden coffin, inlaid with a large cross, was brought out of St. Peter's Basilica and into the sun-filled square by white-gloved, black-suited pallbearers.

30m ago