মেয়েদের আইপিএলের নিলামে বাংলাদেশের দুই ক্রিকেটার

গত বছর মেয়েদের আইপিএলের নিলামে নাম পাঠিয়েছিলেন বাংলাদেশের ৯ ক্রিকেটার। কিন্তু দল পাননি কেউ। এবার কেবল দুজন ফ্র্যাঞ্চাইজি আসরটিতে খেলার জন্য নিলামে নাম পাঠিয়েছেন। শনিবার নিলামে থাকা ক্রিকেটারদের নাম প্রকাশ করেছে বিসিসিআই।

পেসার মারুফা আক্তার আর লেগ স্পিনিং অলরাউন্ডার রাবেয়া খানের ভিত্তিমূল্য ধরা হয়েছে ৩০ লাখ রুপি। আগামী ৯ ডিসেম্বর মুম্বাইতে হতে যাওয়া এই নিলামে মোট ১৬৫ জন ক্রিকেটারের মধ্যে ১০৪ জনই ভারতের। ৬১ জন আছেন অন্যান্য দেশের।

মেয়েদের আইপিএলের প্রথম আসরে বাংলাদেশের ৯ ক্রিকেটারের মধ্যে নিলামে নাম উঠেছিল জাহানারা আলম, সালমা খাতুন ও স্বর্ণা আক্তারের। তাদের দলে নিতে আগ্রহী হয়নি কেউ।

২০১৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে অভিষেক হয় রাবেয়ার। এই সময়ে ১৪ ম্যাচ খেলে তার শিকার ১৬ উইকেট। ভারতীয় দলের বাংলাদেশ সফরে দারুণ করেন তিনি। ভারতকে শেষ টি-টোয়েন্টিতে হারানোর ম্যাচে রাবেয়া নেন ৩ উইকেট।

২০২২ সালে ক্যারিয়ার শুরু করা ১৮ পেরুনো মারুফা ১ ২ টি-টোয়েন্টি খেলে নিয়েছেন ১২ উইকেট। দারুণ গতি আর স্যুয়িংয়ের কারণে ডাহনাতি পেসার নজর কাড়েন সবার। বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও দক্ষতা আছে মারুফার। আগ্রাসী ব্যাটিংয়ে ঝড় তুলতে পারেন।

১৬৫ জন ক্রিকেটারের মধ্যে থেকে পাঁচ ফ্র্যাঞ্চাইজি নিলাম করে বেছে নিবে ৩০ ক্রিকেটার। মারুফা-রাবেয়ার দল পাওয়া তাই বেশ কঠিন।

Comments

The Daily Star  | English

Under pressure, UK govt unveils flagship immigration plans

People will have to live in the UK for 10 years before qualifying for settlement and citizenship

51m ago