মিরপুর টেস্ট

যে উইকেটে ৩০ রানের জুটিই হবে ৮০-৯০ রানের সমান

মিরপুরে বুধবার দ্বিতীয় টেস্টের প্রথম দিনে উইকেট পড়েছে ১৫টি। রান উঠেছে ২২৭। বাংলাদেশকে ১৭২ রানে গুটিয়েও স্বস্তিতে নেই সফরকারীরা। ১৩ ওভারের মধ্যে ৫৫ রানে তাদের নেই ৫ উইকেট।
Mitchell Santner
কঠিন চ্যালেঞ্জ দেখছেন স্যান্টনার। ছবি: ফিরোজ আহমেদ

'খেলাটা কি তৃতীয় দিনে যাবে?', প্রশ্ন শুনে হেসে দিলেন মিচেল স্যান্টনার। প্রথম দিন পরই ম্যাচের যা পরিস্থিতি দুদিনে খেলা শেষ হবে না, কে আর ভরসা দিয়ে বলতে পারে! শুরু থেকেই বল ঘুরছে, বাউন্স মিলছে। স্পিনারদের বল সামলানো ভীষণ কঠিন লাগছে ব্যাটারদের। এমন অবস্থায় ১৭২ রান করেও ম্যাচে বেশ ভালো অবস্থানে বাংলাদেশ। মিচেল স্যান্টনার মনে করছেন, এই অবস্থা থেকে ম্যাচে ফিরতে নতুন বলটা সামলে গড়তে হবে কিছু কার্যকর জুটি।

মিরপুরে বুধবার দ্বিতীয় টেস্টের প্রথম দিনে উইকেট পড়েছে ১৫টি। রান উঠেছে ২২৭। বাংলাদেশকে ১৭২ রানে গুটিয়েও স্বস্তিতে নেই সফরকারীরা। ১৩ ওভারের মধ্যে ৫৫ রানে তাদের নেই ৫ উইকেট।

এদিন দুই দলের ইনিংসেই নতুন বল দেখা গেছে ভয়ানক। স্পিনাররা নতুন বলে ব্যাটারদের পরিস্থিতি করে দিয়েছেন নাজেহাল। বাংলাদেশ ৪৭ রানে হারায় ৪ উইকেট। পরে মুশফিকুর রহিম আর শাহাদাত হোসেন দিপু গড়েন ৫৭ রানের জুটি। অর্থাৎ বল খানিকটা পুরনো হওয়ার পর খেলাটা হয়েছে কিছুটা সহজ।

প্রথম ৫ ওভার পার কলেও কিউইরা নতুন বলেই ঘায়েল। তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজদের সামনে কোন জবাব খুঁজে পাননি টম ল্যাথাম, কেইন উইলিয়ামসনরা। বল ছেড়ে বোল্ড হয়েছেন কনওয়ে, দ্বিধাগ্রস্ত হয়ে ক্যাচ দিয়েছেন উইলিয়ামসন।

দিনের খেলা শেষে দলের হয়ে কথা বলতে এসে বোলিংয়ে ৩ উইকেট নেওয়া  স্যান্টনার বলেন, নতুন বলই সামলানোই ব্যাটারদের জন্য কঠিন কাজ,  'আমারও তাই মনে হয় (নতুন বল সামলানো কঠিন কিনা)। আমাদের বোলিং ইনিংসের বেলাতেও দেখেছি। বল যখন নতুন ছিল অনেক গতিতে যাচ্ছিল। বল পুরনো হতে একটু মন্থর হয়েছে। আপনি যদি নতুন বল খেলে দিতে পারেন, নিজেদের যদি প্রয়োগ করা যায় তাহলে আশা করি খেলাটা সহজ হবে। কিন্তু হ্যাঁ, আমরা এরমধ্যেই চরম বিপদে।'

বাংলাদেশের থেকে এখনো ১১৭ রান পিছিয়ে নিউজিল্যান্ড। হাতে আছে ৫ উইকেট। এই অবস্থায় লিড পেতে ছোট ছোট জুটির আশায় স্যান্টনার,  'আমরা জানি চ্যালেঞ্জিং হবে (লিড পাওয়া)। আমরা জুটি নিয়ে আলাপ করছি। এখানে হয়তো ৮০-৯০ রানের জুটি হবে না। হয়ত দ্রুত  ৩০ রানের জুটিও কাজের হতে পারে। এরকম কিছু জুটি গড়ে রানটা সমান করার দিকে নিতে হবে। এরপর দেখা যাক। আগামী দিনগুলোতে কঠিন লড়াই সামনে, সন্দেহ নেই।'

'আমার মনে হয় শুরুতে একটু আঠালো মনে হয়। তারপর বল অনেক কিছু করতে থাকে। স্পিনারদের জন্য অনেক অনেক কিছু আছে। যেটা ভালো। আমাদেরকে নিজেদের প্রয়োগ করতে হবে। আমরা যদি সেটা করতে পারে বলটাকে পুরনো হতে দেই। তাহলে সহজ হবে। তারপরও বলব কাজটা কঠিন।।'

Comments

The Daily Star  | English

Teesta floods bury arable land in sand, leaving farmers devastated

40 unions across 13 upazilas in Lalmonirhat, Kurigram, Rangpur, Gaibandha, and Nilphamari are part of the Teesta shoal region

1h ago