দ. আফ্রিকায় পরিত্যক্ত মেয়েদের দ্বিতীয় টি-টোয়েন্টি
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে দারুণ জয় আদায় করে নিয়েছিল বাংলাদেশের মেয়েরা। সে ধারায় এবার সিরিজ জয় নিশ্চিত করতে দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছিল তারা। তবে বৃষ্টির কারণে পরিত্যক্ত হয় ম্যাচটি।
বুধবার কিম্বারলির ডায়মন্ড ওভালে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। প্রথম ওভারেই শামিমা সুলতানার উইকেট হারায় তারা। ননকুলুলেকো ম্লাবার বলে উইকেটরক্ষক সিনালো জাফতার হাতে ক্যাচ তুলে ব্যক্তিগত ৩ রানে সাজঘরে ফেরেন এই ওপেনার।
দ্বিতীয় ওভারের দুই বল গড়ানোর পর বৃষ্টি নামে। এরপর সে বৃষ্টি থামলেও নির্ধারিত সময়ে মাঠ খেলার উপযোগী করতে না পারায় ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা। এ সময়ে ১ উইকেটে ৭ রানে তুলেছিল টাইগ্রেসরা। মুর্শিদা খাতুন ২ এবং সোবহানা মোস্তারি ০ রানে ব্যাটিং করছিলেন।
একই মাঠে আগামী শুক্রবার সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হবে দল দুটি।
Comments