মিরপুর টেস্ট

বৃষ্টিতে খেলা শুরু হতে দেরি

প্রথম দিনে ১৫ মিনিট কম খেলা হওয়ায় এদিন ৯টা ১৫ থেকে শুরু হওয়ার কথা ছিলো দিনের খেলা। কিন্তু সকাল সাড়ে ৯টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত বৃষ্টি ঝরছিল।
Mushfiqur Rahim
ছবি: ফিরোজ আহমেদ

ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে ভোর রাত থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। সেই বৃষ্টি চলতে থাকায় মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের খেলা সময়মত শুরু করা যায়নি।

প্রথম দিনে ১৫ মিনিট কম খেলা হওয়ায় এদিন ৯টা ১৫ থেকে শুরু হওয়ার কথা ছিলো দিনের খেলা। কিন্তু সকাল সাড়ে ৯টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত বৃষ্টি ঝরছিল। পিচ ও মাঠ কাভার দিয়ে ঢাকা। প্রতিকূল আবহাওয়ায় দিনের খেলা নিয়ে তাই শঙ্কা বাড়ছে। খেলোয়াড়রা মাঠে এলেও বেশিরভাগই সময় পার করছেন ড্রেসিংরুমে। মুশফিকুর রহিমকে দেখা গেছে ইনডোরে ব্যাটিং অনুশীলনে।

ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাব ছিলো প্রথম দিনেও। সকাল থেকেই মেঘে ঢাকা ছিলো আকাশ। ফ্লাড লাইটের আলোয় শুরু হওয়া ম্যাচে দাপট দেখান স্পিনাররা। কিউই স্পিনারদের তোপে ১৭২ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। তবে শেষ বিকেলে বল হাতে নিয়ে সফরকারীদের এলোমেলো করে দেন তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজরা। ৫৫ রান তুলে তাই ৫ উইকেট হারিয়ে প্রবল চাপ নিয়ে দিন শেষ করে ব্ল্যাকক্যাপসরা। 

Comments

The Daily Star  | English

Ex-land minister Narayon Chandra Chanda arrested

Former Land Minister Narayon Chandra Chanda was arrested from Jhenaidah today as he attempted to flee India crossing the border illegally

25m ago