বৃষ্টিতে পরিত্যক্ত দ্বিতীয় দিনের খেলা
সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে কোনভাবেই সেই বৃষ্টির থামার নাম নেই। দুপুরের পর বৃষ্টির মাত্রা বাড়ল আরও। দুপুর ১টা ৫৫ মিনিটে তাই দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেছেন আম্পায়াররা।
বৃহস্পতিবার ভোর থেকেই ঢাকা চলছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। মাত্রা তীব্র না হলেও তা আর থামেনি। আগের দিন আলোক স্বল্পতায় ১৫ মিনিট আগে খেলা শেষ হওয়ায় এদিন ৯টা ১৫ মিনিটে শুরু হওয়ার কথা ছিল দিনের খেলা। কিন্তু প্রায় ৫ ঘন্টা অপেক্ষার পর সেটা সম্ভব হয়নি।
ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে সারাদিনই বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া বিভাগ, তাদের অনুমানই সত্য হয়েছে। শুক্রবার ম্যাচের তৃতীয় দিনেও আছে বৃষ্টির আভাস। শনিবার মিলতে পারে উজ্জ্বল আবহাওয়া।
তবে টেস্টের যা অবস্থা তাতে আরও দুদিন খেলা হলেই ফল বেরিয়ে আসার সম্ভাবনা বেশি। টেস্টের প্রথম দিনেও আবহাওয়া ছিলো প্রতিকূল। সকাল থেকে আকাশ ছিলো মেঘে ঢাকা। এমন পরিস্থিতিতে টস জিতে ব্যাটিং বেছে অস্বস্তিতে পড়ে বাংলাদেশ। কিউই স্পিনারদের দাপটে নাজমুল হোসেন শান্তরা গুটিয়ে যান ১৭২ রানে। ওই রান নিয়েই ভালো অবস্থায় বাংলাদেশ। কারণ ৫৫ রানে প্রতিপক্ষের ৫ উইকেট ফেলে দিয়েছেন তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজরা।
সিলেটে প্রথম টেস্টে ১৫০ রানে জিতে সিরিজে এগিয়ে আছে বাংলাদেশ। এই টেস্ট ড্র হলেও প্রথমবার কিউইদের সিরিজে হারাতে পারবে লাল সবুজের প্রতিনিধিরা।
Comments