এজাজ-স্যান্টনারের তোপে চাপে বাংলাদেশ
কঠিন উইকেটে যতক্ষণ সম্ভব টিকে লিড বড় করার পরিকল্পনা ছিলো বাংলাদেশের। কিন্তু চতুর্থ দিন সকালে বেশ নড়বড়ে অবস্থা স্বাগতিক ব্যাটারদের। এজাজ প্যাটেল ও মিচেল স্যান্টনারের তোপে একের পর এক উইকেট হারিয়ে বিপাকে পড়েছে নাজমুল হোসেন শান্তর দল।
শনিবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে চতুর্থ দিনের প্রথম ঘন্টায় ৩ উইকেট হারিয়েছে বাংলাদেশ। প্রথম ঘন্টার পানি পানের বিরতির পর পড়েছে আরেকটি। একে একে ফিরে গেছেন মুমিনুল হক, মুশফিকুর রহিম, শাহাদাত হোসেন দিপু, মেহেদি হাসান মিরাজ, নুরুল হাসান সোহান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৫ ওভার শেষে স্বাগতিকদের সংগ্রহ ৭ উইকেটে ৯৭ রান, লিড ৮৯ রানের।
২ উইকেটে ৩৮ রান নিয়ে নেমে নড়বড়ে খেলতে থাকেন মুমিনুল আর জাকির। মুমিনুলেই বেশি আড়ষ্ট দেখাচ্ছিল। শুরুর কিছু সময় পার করে দিলেও মুমিনুল টেকেননি। এজাজের ভেতরে ঢোকা বল আড়াআড়ি খেলতে গিয়ে এলবিডব্লিউ হন তিনি। অভিজ্ঞ মুশফিকুর রহিম এসে টিকেছেন স্রেফ ১২ বল। মিচেল স্যান্টনারের বলে তিনি দেন স্লিপে ক্যাচ।
তরুণ শাহাদাত হোসেনকেও শিকার ধরেন স্যান্টনার। সোজা বলে এলবিডব্লিউ তিনিও। ৮৮ রানেই ৫ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ।
খানিক পর বিদায় নেন মিরাজও। এজাজের বল স্লগ সুইপে উড়াতে গিয়ে ব্যাটে পুরো নিতে পারেননি। টপ এজড হয়ে উঠে ক্যাচ। মিড অন থেকে অনেকখানি দৌড়ে ক্যাচ নেন স্যান্টনার। কিপার ব্যাটার নুরুল হাসান সোহান নিজের জায়গা আবারও প্রশ্নবিদ্ধ করে ফেরেন দৃষ্টিকটু আউটে। এজাজের এক বল রিভিউ নিয়ে রক্ষার পর পরের বলে স্কুপ শট খেলতে গিয়ে পারেননি, পরাস্ত হয়ে পায়ে লাগিয়েও রিভিউ নিয়ে তা নষ্ট করে নেন বিদায়। এই টেস্ট সিরিজে চার ইনিংসে তার রান ২৯, ১০, ৭ ও ১০। সিরিজে খেলা প্রতি বলেই তাকে মনে হয়েছে নড়বড়ে।
Comments