জাপানকে হারিয়ে সেমিতে এক পা যুব টাইগারদের
টানা দ্বিতীয় জয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমি-ফাইনালে এক পা দিয়ে রেখেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বড় জয়ের পর জাপান অনূর্ধ্ব-১৯ দলকে রীতিমতো উড়িয়ে দিয়েছে তারা। বোলারদের সম্মিলিত দারুণ পারফরম্যান্সের পর আশিকুর রহমান শিবলির ব্যাটে জয় পেতে কোনো বেগ পেতে হয়নি যুব টাইগারদের।
সোমবার দুবাইয়ের আইসিসি অ্যাকাডেমি গ্রাউন্ডের দুই নম্বর মাঠে জাপান অনূর্ধ্ব-১৯ দলকে ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। প্রথমে ব্যাট করতে নেমে ৪৭.১ ওভারে ৯৯ রানে গুটিয়ে যায় জাপানি যুবারা। জবাবে ২৩২ বল হাতে রেখেই জয়ের বন্দরে নোঙ্গর করে বাংলাদেশ।
দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে 'এ' গ্রুপে শীর্ষে রয়েছে যুব টাইগাররা। দিনের অপর ম্যাচে আরব আমিরাত অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল। এই ম্যাচে শ্রীলঙ্কান যুবারা জিতলে তাদের সঙ্গে নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের সেমি-ফাইনালও।
এদিন টস জিতে প্রথমে জাপানিদের ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশের অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি। বল হাতে সামনে থেকেই নেতৃত্ব দেন অধিনায়ক। সঙ্গে জ্বলে ওঠেন বাকি সব বোলাররাও। ফলে বলার মতো তেমন কোনো জুটিই গড়তে পারেনি জাপানি তরুণরা। এমনকি ব্যক্তিগতভাবে পারেননি কেউ দায়িত্ব নিতে।
জাপানের মাত্র তিন ব্যাটার দুই অঙ্ক স্পর্শ করতে পেরেছেন। সর্বোচ্চ ১৮ রান করেন নিহার পার্মার। ১৭ রান করেন কাইফার লেক। বাংলাদেশের হয়ে কমবেশি সব বোলারই উইকেট পেয়েছেন। ৮.১ ওভার বল করে মাত্র ৯ রানে ২টি উইকেট নিয়ে সেরা বোলার অধিনায়ক রাব্বি। এছাড়া ৭ ওভারে ১৫ রান দিয়ে ২টি উইকেট নেন আরিফুল ইসলাম।
লক্ষ্য তাড়ায় দারুণ সূচনা পায় বাংলাদেশ। দুই ওপেনার আশিকুর রহমান শিবলি ও জিসান আলম আগ্রাসী ব্যাটিং করতে থাকেন। গড়েন ৭১ রানের জুটি। এরপর ব্র্যক্তিগত ২৯ রানে চার্লস হিঞ্জের বল বোল্ড হয়ে যান জিসান। ১৬ বলে ৪টি চার ও ১টি ছক্কায় এ রান করেন তিনি। এরপর বাকি কাজ চৌধুরী মোহাম্মদ রিজওয়ানকে নিয়ে শেষ করেন শিবলি। ৪৫ বলে ৮টি চারের সাহায্যে ৫৫ রান করে অপরাজিত থাকেন এই ওপেনার।
Comments