রেকর্ড পুঁজি নিয়ে দক্ষিণ আফ্রিকাকে বিধ্বস্ত করল বাংলাদেশ
জুতসই ওপেনিং জুটির ভিতে দাঁড়িয়ে তিনে নামা মুরশিদা খাতুন দেখান ঝলকে। তার ব্যাটের দ্যুতিতে বাংলাদেশ পায় নিজেদের ইতিহাসের সেরা পুঁজি। বড় সংগ্রহ নিয়ে জ্বলে উঠেন বোলাররাও। নাহিদা আক্তার, রাবেয়া খান, সুলতানা আর ফাহিমা খাতুনের ঘূর্ণি সামলাতে পারেনি দক্ষিণ আফ্রিকা।
শনিবার ইস্ট লন্ডনে স্বাগতিকদের ১১৯ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে সফরকারী বাংলাদেশ। আগে ব্যাটিং পেয়ে মুরশিদার ৯১ রানে ভর করে বাংলাদেশ আনে ২৫০ রানের পুঁজি। বাংলাদেশের স্পিন বিষে ৩৬.৩ ওভারে ১৩১ রানেই কাবু হয়ে যায় প্রোটিয়ারা। দক্ষিণ আফ্রিকার মাঠে এটি বাংলাদেশের মেয়েদের প্রথম কোন ওয়ানডে জয়। ওয়ানডেতে নিজেদের ইতিহাসেরও সবচেয়ে বড় জয় পেয়েছেন নিগার সুলতানা জ্যোতিরা।
Bangladesh seal a memorable victory, marking their first ODI win against South Africa since 2017
#SAvBAN: https://t.co/ynTzbMeTOS pic.twitter.com/63VQV8E4w3
— ICC (@ICC) December 16, 2023
প্রতিপক্ষকে গুঁড়িয়ে দিতে বাঁহাতি স্পিনার নাহিদা ৩৩ রানে নেন ৩ উইকেট। ফাহিমা খাতুন লেগ স্পিনে ১৬ রানে পান ২ উইকেট। আরেক লেগ স্পিনার রাবেয়া খান ২৪ রান খরচায় ধরেন ২ শিকার। অফ স্পিনার সালমা খাতুনও পেয়েছেন ২ উইকেট।
চ্যালেঞ্জিং রান তাড়ায় নামা স্বাগতিক ইনিংসে শুরু থেকে হানা দিয়ে নিয়মিত উইকেট তুলতে থাকে বাংলাদেশ। সুন লুস আর এলিজ মারি মার্ক ছাড়া কাউকে থিতুই হতে দেয়নি বাংলাদেশ।
এই জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশের মেয়েরা।
Comments