বৃষ্টির কারণে খেলা বন্ধ

ম্যাচের শুরু থেকেই গুঁড়িগুঁড়ি বৃষ্টি পড়ছিল মাঠে।

ম্যাচের শুরু থেকেই গুঁড়িগুঁড়ি বৃষ্টি পড়ছিল। খেলা বন্ধের জন্য বেশ কয়েকবার আবেদন করেছিলেন নিউজিল্যান্ডের ব্যাটাররা। তবে এক পর্যায়ে বৃষ্টির ধারা বাড়লে শেষ পর্যন্ত খেলা বন্ধ করেন আম্পায়াররা। এরমধ্যেই কভার দিয়ে ঢাকা হয়েছে পিচ।

মাউন্ট মঙ্গানুইয়ে শুক্রবার বৃষ্টি নামার আগ পর্যন্ত ১১ ওভার খেলা হয়েছে। এ সময়ে ২ উইকেটে ৭২ রান তুলেছে কিউইরা। ড্যারিল মিচেল ১৮ ও গ্লেন ফিলিপস ৯ রানে ব্যাটিং করছেন।

এর আগে এদিন টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নামে কিউইরা। ইনিংসের দ্বিতীয় ওভারেই ধাক্কা খায় দলটি। ওপেনিং জুটি ভাঙেন শরিফুল ইসলাম। জায়গায় দাঁড়িয়ে ড্রাইভ করে কভারের উপর দিয়ে বাউন্ডারি আদায় করে নিতে চেয়েছিলেন ফিন অ্যালেন। তবে ধরা পড়েন ইরশাদ হোসেনের হাতে। ৫ বলে ২ রান করে অ্যালেন।

সে ওভারে কিউইদের আরেক ওপেনার টিম সেইফার্টকেও তুলে নিতে পারতো বাংলাদেশ। পঞ্চম বলে তিনে নামা ড্যারিল মিচেলের সজোরে মারা শট সেইফার্টের হেলমেটে লাগলে মাটিতে পড়ে যান। বল সোজা চলে যায় শরিফুলের হাতে। চাইলেই স্টাম্প ভাঙতে পারতেন। কিন্তু ক্রিকেট স্পিরিটের অনন্য নিদর্শন দেখিয়ে তা করেননি এই পেসার। সেইফার্ট তখন ব্যাট করছিলেন ২ রানে।

সেই সেইফার্ট শেষ পর্যন্ত করেছেন ৪৩ রান। মাত্র ২৩ বলে ৬টি চার ও ১টি ছক্কায় সাজান নিজের ইনিংস। মিচেলের সঙ্গে ৩৬ বলে গড়েন ৪৯ রানের জুটি। তানজিম সাকিবের বলে আরও একটি হাঁকাতে গিয়ে মিডঅফে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ তুলে সাজঘরে ফিরেছেন তিনি।

মোস্তাফিজের করা দশম ওভারেই দুইবার আউট হতে পারতেন মিচেল। প্রথম বলে কভারে ক্যাচ তুলে দিয়েছিলেন। কিন্তু বলের নাগালে পৌঁছাতে পারেননি আফিফ। আর পঞ্চম বলে প্রায় একই ঘটনার পুনরাবৃত্তি। এবার অল্পের জন্য নাগাল পাননি তানজিম।  

 

Comments

The Daily Star  | English

Tawfiq-e-Elahi arrested in Gulshan

Former prime minister Sheikh Hasina's Energy Adviser Tawfiq-e-Elahi Chowdhury was arrested from Dhaka's Gulshan tonight.

19m ago