বাংলাদেশের নিউজিল্যান্ড সফর

নিউজিল্যান্ডের বিপক্ষে বড় সুযোগ কাজে লাগাতে প্রত্যয়ী বাংলাদেশ

বাংলাদেশের সামনে এখন নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবারের মতো কোনো দ্বিপাক্ষিক সিরিজ জেতার হাতছানি।
ছবি: এএফপি

দ্বিতীয় টি-টোয়েন্টি ভেসে গেছে বৃষ্টিতে। ফলে নিশ্চিত হয়ে গেছে যে, সিরিজ হারের আর কোনো শঙ্কা নেই বাংলাদেশের। সেইসঙ্গে খুব ভালোমতো টিকে আছে নিউজিল্যান্ডের মাটিতে তাদের বিপক্ষে সিরিজ জয়ের সম্ভাবনা। এই সুযোগকে বড় হিসেবে অভিহিত করেছেন লেগ স্পিনার রিশাদ হোসেন। আর সেটা কাজে লাগিয়ে বিজয়ীর বেশে দেশে ফিরতে প্রত্যয়ী তারা।

শুক্রবার মাউন্ট মঙ্গানুইতে পরিত্যক্ত হয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ। বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যাওয়ার আগে ছিল রোমাঞ্চের আভাস। টস হেরে ব্যাটিংয়ে নামা স্বাগতিকরা ১১ ওভারে ২ উইকেটে ৭২ রান তোলার পর আর হয়নি ব্যাট-বলের লড়াই। নেপিয়ারে প্রথম টি-টোয়েন্টিতে ৫ উইকেটে জিতে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ দল।

পাওয়ার প্লেতে ১ উইকেট নিতে ৫৪ রান দেওয়া বাংলাদেশ পরের অংশে দারুণভাবে ঘুরে দাঁড়ায়। টানা ৫ ওভারে কিউইরা কোনো বাউন্ডারি আনতে পারেনি। সেসময় ১৮ রান তুলতে তারা হারায় আক্রমণাত্মক মেজাজে থাকা টিম সাইফার্টের উইকেট। টাইগার বোলারদের উল্লাস আরও চওড়া হতে পারত। একাধিক সুযোগ দিয়েও বেঁচে যান ড্যারিল মিচেল। তার মতো গ্লেন ফিলিপসও খোলস ভাঙতে পারেননি।

বাংলাদেশের সামনে এখন নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবারের মতো কোনো দ্বিপাক্ষিক সিরিজ জেতার হাতছানি। ম্যাচের পর সংবাদ সম্মেলনে দলের প্রতিনিধি হয়ে আসা রিশাদ বলেছেন, 'অবশ্যই, ভালো লাগছে। আমরা একটা বড় সুযোগ পেয়েছি। আমরা চেষ্টা করব কাজে লাগানোর জন্য।'

নিউজিল্যান্ডের রানের চাকায় লাগাম দেওয়ার মূল কারিগর ছিলেন লেগ স্পিনার রিশাদ। টানা ৩ ওভার হাত ঘুরিয়ে তিনি দেন স্রেফ ১০ রান। হজম করেননি কোনো বাউন্ডারি। তিনি জানিয়েছেন, জেতার প্রত্যয় নিয়েই বাংলাদেশ মাঠে নেমেছিল, 'আমরা শুরুতে জেতার জন্য নেমেছিলাম। বৃষ্টি আল্লাহর ওপর, আমাদের কিছু করার নাই। আমরা চেষ্টা করেছি, বাকি সব আপনারা দেখেছেন।'

বাংলাদেশ যখন প্রতিপক্ষকে চেপে ধরেছিল, তখনই বৈরি আবহাওয়ায় থেমে যায় খেলা। এটা নিয়ে অবশ্য আক্ষেপ নেই রিশাদের, 'কোনো কিছু নিয়ে আফসোস না করাই ভালো। যা হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা চেষ্টা করব পরের ম্যাচ জিতে সিরিজ জয় করে বাড়ি ফেরার জন্য।'

Comments