টেস্ট ক্রিকেটের জন্য ‘প্রস্তুত নন’ প্রসিদ

সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার কাছে তিন দিনে ইনিংস ব্যবধানে হারে ভারত। যে উইকেটে ভারতীয় ব্যাটাররা খাবি খেয়েছেন সেখানে চারশো বেশি রান তোলে প্রোটিয়ারা। ২০ ওভারের বেশি বল করে স্রেফ ১ উইকেট পান প্রসিদ। তার বল ব্যাটারদের তেমন কোন পরীক্ষাতেই ফেলতে পারেনি।

প্রসিদ কৃষ্ণকে টেস্ট অভিষেক করিয়ে হয়তো এখন আক্ষেপে পুড়ছে ভারতের টিম ম্যানেজমেন্ট। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরিয়ন টেস্টে সহায়ক কন্ডিশনেও তিনি ছিলেন বিবর্ণ। প্রথম শ্রেনীতে অল্প অভিজ্ঞতা থাকা ডানহাতি পেসারের স্কোয়াডে অন্তর্ভুক্তি নিয়ে প্রশ্ন। এমনকি ২৭ পেরুনো পেসার টেস্টের মতোন কঠিন পরীক্ষায় প্রস্তুত কিনা তা নিয়েও প্রশ্ন উঠছে।

সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার কাছে তিন দিনে ইনিংস ব্যবধানে হারে ভারত। যে উইকেটে ভারতীয় ব্যাটাররা খাবি খেয়েছেন সেখানে চারশো বেশি রান তোলে প্রোটিয়ারা। ২০ ওভারের বেশি বল করে স্রেফ ১ উইকেট পান প্রসিদ। তার বল ব্যাটারদের তেমন কোন পরীক্ষাতেই ফেলতে পারেনি।

প্রসিদের এমন পারফরম্যান্সের পর দ্বিতীয় টেস্টের দলে আবেশ খানকে ডাকা হয়েছে। আবেশ দক্ষিণ আফ্রিকা 'এ' দলের বিপক্ষে সম্প্রতি ৫ উইকেট নিয়েছেন। ভারতের স্কোয়াডে ছিলেন মুকেশ কুমারও। তবে উচ্চতার কারণে বাড়তি বাউন্স পাবেন এই চিন্তায় নামানো হয় প্রসিদকে।

প্রেস ট্রান্ট অব ইন্ডিয়াকে ভারতের সাবেক এক ক্রিকেটার বলেন, প্রসিদ টেস্টের জন্যই তৈরি হননি। তাক হুটহাট খেলিয়ে দেওয়া ছিলো ভুল,  'মলিন প্রসিদ…এই ছেলে টেস্টের জন্য তৈরি হয়নি এখনো। দ্বিতীয় ও তৃতীয় স্পেলে বল করার দক্ষতা তার নেই। বাউন্সের কথা ভেবে তাকে খেলানো হয়লো, কিন্তু রঞ্জিতে শেষ কবে সে পুরো এক মৌসুম খেলল সেটা বিচার করা হয়নি। ভারত 'এ' দলের বিপক্ষে একটা ম্যাচ পর্যাপ্ত না।'

জাসপ্রিট বুমরাহ, মোহাম্মদ শামি, ইশান্ত শর্মা বা মোহাম্মদ সিরাজের মধ্যে যেরকম রোমাঞ্চ আর আত্মবিশ্বাস আছে পরের প্রজন্মের পেসারদের মধ্যে তা নেই।

প্রসিদের মতন আবেশও একই ঘরানার পেসার। তবে লাল বলে তিনি নিয়মিত খেলেন। ৩৯টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলে ১৫৪ উইকেট আছে আবেশের। প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের মতে আবেশ হয়ত প্রসিদের চেয়ে ভালো তবে সামগ্রিক ব্যাকআপ আশাবাদী হওয়ার মতন, 'আবেশ কিছুটা ভালো হবে, ভালো লেন্থ পাবে। কিন্তু নবদিপ সাইনি ছয় বছর ধরে 'এ' দলে খেলছে। এটাই বলে দেয় গল্প।'

Comments

The Daily Star  | English
Chief Adviser Muhammad Yunus

Chief Adviser Yunus's UNGA trip a critical turning point

Now is the best chance for Bangladesh to strengthen international cooperation.

7h ago