দ্বিতীয় টেস্টের আগে ধাক্কা খেল দক্ষিণ আফ্রিকা 

সেঞ্চুরিয়নে প্রথম টেস্টে ইনিংস ব্যবধানে হারানো দক্ষিণ আফ্রিকা কেপটাউনে দ্বিতীয় টেস্ট শুরুর আগে পড়ল ইনজুরি সমস্যায়
Gerald Coetzee

সেঞ্চুরিয়নে প্রথম টেস্টে ইনিংস ব্যবধানে হারানো দক্ষিণ আফ্রিকা কেপটাউনে দ্বিতীয় টেস্ট শুরুর আগে পড়ল ইনজুরি সমস্যায়। নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমার পর চোটের কারণে ছিটকে গেছেন পেসার জেরল্ড কোয়েৎজেও।

২৩ বছর বয়েসী প্রথম টেস্টের সময়ই প্রদাহ জনিত সমস্যায় আক্রান্ত হন। টেস্টের তৃতীয় দিনে সমস্যাটা বেড়ে যায়। প্রথম ইনিংসে ১ উইকেট নিলেও দ্বিতীয় ইনিংসে ৫ ওভারের বেশি বল করতে পারেননি। কেপটাউনে দ্বিতীয় টেস্টে তাই তাকে আর পাওয়া যাচ্ছে না।

কেপটাউনে ৩ জানুয়ায়রি থেকে শুরু হতে যাওয়া টেস্টের জন্য কোয়াৎজের বিকল্প নিয়েও অবশ্য বেশি ভাবনা নেই। লুঙ্গি এনগিদি বা ভিয়ান মুল্ডারের মধ্যে কাউকে বেছে নেওয়ার সুযোগ থাকবে স্বাগতিকদের। এমনকি দলে স্পিন শক্তি বাড়াতে কেশব মহারাজকেও একাদশে নিতে পারে।

সেঞ্চুরিয়নে ভারতকে ইনিংস ও ৩২ রানে হারিয়ে দুই টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে প্রোটিয়ারা। বাভুমার না থাকায় সেই টেস্টে দলকে নেতৃত্ব দেবেন ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে নামা ডিন এলগার।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago