টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে টস ভাগ্য পক্ষে এলো না বাংলাদেশের। কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার টস জিতে বোলিং নিয়েছেন। সিরিজ নির্ধারনী ম্যাচটিতেও চোটের কারণে বাংলাদেশ পাচ্ছে না লিটন দাসকে।
রোববার মাউন্ট মঙ্গানুইতে শেষ ম্যাচে একাদশে একটা বদল এনেছে বাংলাদেশ। আগের দুই ম্যাচে বিবর্ণ পারফর্ম করা ডানহাতি পেসার তানজিম হাসান সাকিবের জায়গায় একাদশে নেওয়া হয়েছে বাঁহাতি স্পিনার তানভির ইসলামকে।
তৃতীয় পেসার হিসেবে তাই ভরসা রাখা হয়েছে সৌম্য সরকারের উপর। বাংলাদেশ একাদশে বদল আনলেও স্বাগতিকরা খেলাচ্ছে একই একাদশ। নেপিয়ারে প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে সিরিজে এগিয়ে যায় নাজমুল হোসেন শান্তর দল। মাউন্ট মঙ্গানুইতে এসে দ্বিতীয় ম্যাচে বৃষ্টির বাগড়ায় পড়ে দুই দল। শুক্রবার ১১ ওভার খেলার পর ভেস্তে যায় দ্বিতীয় ম্যাচ। বৃষ্টির শঙ্কা থাকলেও তৃতীয় ম্যাচ শুরু সময় আকাশ ছিল পরিস্কার।
এই ম্যাচ জিতলে নিউজিল্যান্ডের মাঠে প্রথমবার কোন সংস্করণে সিরিজ জিতবে বাংলাদেশ। এই সফরের আগে সাদা বলে কোন জয় ছিলো না লাল সবুজের প্রতিনিধিদের। এবার ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই সংস্করণেই আসে ইতিহাস গড়া জয়।
বাংলাদেশ একাদশ: রনি তালুকদার, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, আফিফ হোসেন, শামীম হোসেন পাটোয়ারি, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও তানভির ইসলাম।
নিউজিল্যান্ড একাদশ: ফিন অ্যালেন, টিম সেইফার্ট, ড্যারেল মিচেল, গ্লেন ফিলিপস, মার্ক চাপম্যান, জিমি নিশাম, মিচেল স্যান্টনার, অ্যাডাম মিলনে, টিম সাউদি, ইশ সোধি, বেন সিয়ার্স।
Comments