সিডনি টেস্টে শাহিন, ইমামকে একাদশে রাখল না পাকিস্তান
অস্ট্রেলিয়ায় সিরিজ খেলতে গিয়ে বেশ ভোগান্তিতে আছে পাকিস্তান। প্রথম দুই টেস্ট হেরে তারা এখন হোয়াইটওয়াশের মুখে। বিব্রতকর পরিস্থিতি এড়াতে শেষ টেস্টর একাদশে দুটি বদল এনেছে শান মাসুদের দল। তাতে অভিষেক হচ্ছে ব্যাটার সাইম আইয়ুবের।
বুধবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে শুরু হবে পাকিস্তান-অস্ট্রেলিয়ার তৃতীয় ও শেষ টেস্ট। এই টেস্টের একদিন আগে একাদশ জানিয়ে দেয় দুই দলই। অস্ট্রেলিয়া কোন বদল না আনলেও পাকিস্তান দুজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে বাদ দিয়েছে একাদশ থেকে।
ওপেনার ইমাম উল হকের জায়গায় অভিষেক হচ্ছে ২১ বছর বয়েসী ব্যাটার সাইম আইয়ুবের। বাঁহাতি পেসার শাহিনকে বসিয়ে অফ স্পিনার সাজিদ খানকে একাদশে নিয়েছে তারা।
গত মার্চে টি-টোয়েন্টি অভিষেক হওয়া সাইমের প্রথম শ্রেণীর রেকর্ড জুতসই। ১৪ ম্যাচ খেলে ৪৬.৪৭ গড়ে ১ হাজার ৬৯ রান আছে বাঁহাতি ব্যাটারের।
সাজিদ টেস্ট খেলবেন প্রায় দুই বছর পর। ২০২২ সালে অস্ট্রেলিয়ার পাকিস্তান সফরে লাহোরে শেষ টেস্ট খেলেছিলেন তিনি। ৭ টেস্টে ২২ উইকেট থাকা এই অফ স্পিনারকে সিডনিতে গুরুত্বপূর্ণ দেখছে দল।
সিডনি টেস্টের পাকিস্তান একাদশ: সাইম আইয়ুব, আব্দুল্লাহ শফিক, শান মাসুদ, বাবর আজম, সাউদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান, সালমান আলি আগা, সাজিদ খান, হাসান আলি, মির হামজা, আমির জামাল।
Comments