ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়ার অধিনায়ক স্মিথ
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজ থেকে বিশ্রাম নিয়েছেন নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স। তার সঙ্গে বিশ্রাম পেয়েছেন দলের আরও দুই পেসার মিচেল স্টার্ক ও জশ হ্যাজেলউড। কামিন্স না থাকায় ক্যারিবিয়ানদের বিপক্ষে ওয়ানডেতে দলকে নেতৃত্ব দেবেন এক সময়ের নিয়মিত কাপ্তান স্টিভেন স্মিথ।
কম গুরুত্ব বিচারে এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে মিচেল মার্শ, মার্কাস স্টয়নিসদেরও। গত নভেম্বরে বিশ্বকাপে ভারতকে হারিয়ে ফাইনালের নায়ক হওয়া ট্রেভিস হেডকে থাকছেন সহ-অধিনায়ক হিসেবে।
১৩ জনের দলে ডাক পেয়েছেন গতিময় পেসার ল্যান্স মরিস। অভিষেকের অপেক্ষায় আছেন তিনি। আছেন গত ২০২২ সালে সর্বশেষ ওয়ানডে খেলে জেই রিচার্ডসন। এছাড়াও দলে এসেছেন ন্যাথান এলিস, অলরাউন্ডার অ্যারন হারডি ও টপ অর্ডার ব্যাটার ম্যাথু শর্ট।
জাতীয় নির্বাচক জর্জ বেইলি বলেছেন আগামী চ্যাম্পিয়ন্স ট্রফি মাথায় রেখে দল সাজাচ্ছেন তারা, 'চ্যাম্পিয়ন্স ট্রফির এক বছরের কিছু বেশি সময় আছে। এখন তাই আমাদের সুযোগ হার্ডি, শর্ট, রিচার্ডস, এলিসের মতোন খেলোয়াড়দের বাজিয়ে দেখা।'
২ ফেব্রুয়ারি মেলবোর্নে শুরু হবে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। পরের দুই ম্যাচ সিডনি ও ক্যানেবেরায়।
অস্ট্রেলিয়ার ওয়ানডে স্কোয়াড: স্টিভেন স্মিথ (অধিনায়ক), ট্রেভিস হেড (সহ-অধিনায়ক), শন অ্যাবট, ন্যাথান এলিস, ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডি, জস ইংলিস, মারনাস লাবুশানে, গ্লেন ম্যাক্সওয়েল, ল্যান্স মরিস, জেই রিচার্ডসন, ম্যাথ্য শর্ট ও অ্যাডাম জাম্পা।
Comments