বিশ্বকাপ খেলার আশা ছাড়েননি ইবাদত
বিপিএল সামনে রেখে মিরপুর একাডেমি মাঠে কদিন ধরেই বেড়েছে ক্রিকেটারদের ভিড়। ব্যক্তিগত উদ্যোগে অনেকেই নিজেদের প্রস্তুতের কাজ করছেন। বাকি সবার অনুশীলনের ভিড়ে একজনকে আলাদা করা যাচ্ছিল। বিপিএলের জন্য না, ইবাদত হোসেন আছেন অন্য লড়াইয়ে, পুনর্বাসন প্রক্রিয়ায়। মাঠে ফেরার তীব্র তাড়না নিয়ে এই পেসার জানালেন, বিশ্বকাপের আগেই ফিরতে আশাবাদী তিনি।
কয়েকদিন আগে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানিয়েছিলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ইবাদতের মাঠে ফেরার সম্ভাবনা নেই। গত বছর জুনে আফগানিস্তানের বিপক্ষে পাওয়া চোটে ওয়ানডে বিশ্বকাপও মিস হয় তার।
অস্ত্রোপচারের পর দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়ায় এখন প্রতিদিনই সেরে উঠার লড়াইয়ে আছেন ডানহাতি পেসার। একাডেমির নেটে খালেদ আহমেদদের অনুশীলনে দাঁড়িয়ে বল হাতে ঘোরাতেও দেখা গেছে তাকে। তবে সেসব স্রেফ হাত ঘোরানো।
শনিবার গণমাধ্যমের সঙ্গে আলাপে এই পেসার জানান, বাকিদের অনুশীলন দেখে খেলার বাইরে থাকার কষ্ট বেড়ে গেছে তার, 'স্বাভাবিক না খেলোয়াড় হিসেবে খেলতে পারছি না... এটা তো কষ্টের। ওরা খেলতে পারছে আমি পারছি না। কষ্ট তো একটু লাগবেই। ওদের অনুশীলন দেখলে মনে হয় একটু বল করি, বল ধরি।'
ইবাদতের যে চোট সেটা সেরে পুরো ফিট হতে পেরুতে হবে অনেক ধাপ। শরীরের পুরো শক্তি ফিরে পাওয়ার পর বিভিন্ন গতিতে রানিং করবেন, তারও অনেক পরে বিভিন্ন মাত্রার বোলিং। তবে এতগুলো ধাপ পেরিয়ে পুরোদমে বিশ্বকাপের আগে ফেরার আশা তার, 'আমি তো আশা করি বিশ্বকাপের আগেই ফিরব।'
সময়ের আগে সেরে উঠায় ইবাদত আশাবাদী। তার চিকিৎসকরাও দিচ্ছেন ভরসা, 'পরশু দিন আমার দুই পায়ের মেজারমেন্ট নেওয়া হয়েছে পায়ের। ভালো আছে। এটাতে ডাক্তারও খুশি। মনে হচ্ছে কষ্ট যেটা করছি সেটার ফল ভালোই আসছে।'
'স্ট্রেন্থ গেইন করার পর ধীরে ধীরে রানিং শুরু করব। তারপরে আস্তে আস্তে বোলিংয়ে যাব।'
Comments