ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার অধিনায়ক মার্শ

Mitchell Marsh

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টি সিরিজেও বিশ্রামে থাকবেন প্যাট কামিন্স। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেওয়ার ভার পেয়েছেন অলরাউন্ডার মিচেল মার্শ।

বুধবার ঘোষিত দলে ওয়ানডে সিরিজে নেতৃত্ব পাওয়া স্টিভেন স্মিথকেও কুড়ি ওভারের ক্রিকেটে বিশ্রাম দেওয়া হয়েছে। এছাড়া বিশ্রাম পাচ্ছেন বাঁহাতি পেসার মিচেল স্টার্ক। টি-টোয়েন্টি বিশ্বকাপে অবশ্য তারা বিবেচনায় থাকছেন। তাদের বিশ্রাম মূলত ওয়ার্কলোড ম্যানেজমেন্টের অংশ হিসেবে। 

কামিন্স বাকি সংস্করণে নেতৃত্ব দিলেও টি-টোয়েন্টিতে ভিন্ন চিন্তা আছে দলটির। এখন এই সংস্করণে স্থায়ী কাউকে অধিনায়ক করা হয়নি। অ্যারন ফিঞ্চ অবসর নেওয়ার পর একে সিরিজে নেতৃত্ব দিচ্ছেন একেকজন। গত অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দায়িত্ব সামলান মার্শ। ভারত সফরে ছিলেন ম্যাথু ওয়েড।

নিউজিল্যান্ডের বিপক্ষে আগামী মাসে সিরিজের পর স্থায়ী অধিনায়ক ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক জর্জ বেইলি। সেই জায়গায় মার্শ নিশ্চিতভাবেই নিজের অবস্থান জোরালো করলেন।

সম্প্রতি টেস্ট ও ওয়ানডে থেকে অবসরে যাওয়া ডেভিড ওয়ার্নার আছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই সিরিজে সংযুক্ত আরব আমিরাতে আইএল টি-টোয়েন্টির মাঝে তিনি এই সিরিজ খেলে যাবেন। দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টির আসর এসএ টি-টোয়েন্টিতে খেলছেন মার্কাস স্টয়নিস। ক্যারিবিয়ানদের বিপক্ষে দলে ডাক পাওয়ায় তাকেও ফিরতে হবে।

আগামী ৯, ১১ ও ১৩ ফেব্রুয়ারি হবে অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দল: মিচেল মার্শ (অধিনায়ক), শন অ্যাবট, জেসন বেহরেনডর্ফ, টিম ডেভিড, ন্যাথান এলিস, জশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু শর্ট, মার্কাস স্টয়নিস, ম্যাথু ওয়েড, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জ্যাম্পা।

Comments

The Daily Star  | English

Parts of JP HQ set on fire

Protesters linked to Gono Odhikar Parishad demand ban on JP, accuse it of siding with Awami League

5h ago