এই হারের যেসব কারণ দেখছেন রোহিত-দ্রাবিড়

এমন হারের পর হতাশ ভারতীয় দল খুঁজছে কারণ।
rohit sharma and rahul dravid

প্রথম ইনিংসে একশো রানের বেশি লিড নিয়ে ঘরের মাঠে কখনো টেস্ট হারেনি ভারত। ইংল্যান্ডের বিপক্ষে একশো তো বটেই, ভারতের লিড ছিলো দেড়শো ছাড়ানো। এত শক্ত অবস্থায় থেকে শেষ পর্যন্ত হায়দরাবাদে জিততে পারেনি তারা। অলি পোপের ১৯৬ রানের ইনিংসের পর ভারতকে ধসিয়ে দেন টম হার্টলি। এমন হারের পর হতাশ ভারতীয় দল খুঁজছে কারণ।

রোববার হায়দরবাদে ভারত-ইংল্যান্ড টেস্টের চতুর্থ দিন বিকেলে গিয়ে আসে ফল, ইংল্যান্ড জিতে যায় ২৮ রানে। অথচ প্রথম ইনিংসে ইংল্যান্ডের ২৪৬ রানের জবাবে ৪৩৬ রান তুলে ১৭৪ রানের লিড নিয়েছিলো রোহিত শর্মার দল। দ্বিতীয় ইনিংসে পোপের ১৯৬ রানে ৪২০ রান করে স্বাগতিকদের ২৩১ রানের লক্ষ্য দেয় সফরকারীরা। ওই রান তাড়ায় ভারত থামে ২০২ রানে। অভিষিক্ত বাঁহাতি স্পিনার হার্টলি ৬২ রানে নেন ৭ উইকেট।

ম্যাচ শেষে হারের কারণ বের করতে গিয়ে একাধিক ঘাটতি খুঁজে পাচ্ছেন রোহিত, প্রথমে তিনি দায় দিয়েছেন ব্যাটারদের, 'একটা কারণ বলা মুশকিল। ১৮০ রানের মতো (আসলে ১৭৪) লিড নিয়েছিলাম আমরা। তৃতীয় দিন পর্যন্ত ম্যাচে ছিলাম। কিন্তু সাহসটাই দেখাতে পারিনি লোয়ার অর্ডার ভালো করলেও মোটা দাগে আমাদের ব্যাটাররা ব্যর্থ।'

নিজেদের ব্যাটারদের ব্যর্থতার পাশাপাশি প্রতিপক্ষের ব্যাটার পোপকেও  কৃতিত্ব দেন ভারত অধিনায়ক, 'আমার মনে হয় পোপের ইনিংসে খেলা ঘুরে যায়। ভারতের মাটিতে বিদেশি কোন ব্যাটারের অন্যতম সেরা ইনিংস ছিলো। আমাদের বোলাররা ভালো করেছিল কিন্তু পোপ অসাধারণ খেলেছে।'

'দল হিসেবে আমরা ব্যর্থ, ব্যাটাররা বিশেষভাবে ব্যর্থ। চেয়েছিলাম পঞ্চম দিনে যাক ম্যাচ। ৩০ রানের মতন লাগত, জিততেও পারতাম।'

রোহিত ব্যাটিংয়ে সমস্যা পেলেও কোচ রাহুল দ্রাবিড় সমস্যা দেখছেন বোলিংয়েও। তার মতে যথেষ্ট ধারাবাহিক লাইন-লেন্থ না থাকায় ভুগতে হয়েছে,  'বোলিংয়ে আমাদের আরও ধারাবাহিকতা দরকার। বলের লাইন-লেন্থ নিয়ে কাজ করা লাগবে। আমরা তা করে। আমাদের দলে বিশ্বমানের স্পিনার আছে। ওরাও আগেও পরীক্ষায় পড়ে উৎরে গেছে, এবারও তা করবে। পোপ ভালো খেলেছে, তাকে কৃতিত্ব দিতে হবে।'

'এত সুইপ-রিভার্স সুইপ কোন দলকে মারতে দেখিনি। এটা থামাতে হবে। এত নিখুঁত মারতে দেখিনি কাউকে। সবাই সুইপ মারে, কিন্তু ভুল না করে মেরে যাওয়া কঠিন।'

Comments

The Daily Star  | English

Teesta floods bury arable land in sand, leaving farmers devastated

40 unions across 13 upazilas in Lalmonirhat, Kurigram, Rangpur, Gaibandha, and Nilphamari are part of the Teesta shoal region

57m ago