দ্বিতীয় টেস্টে জাদেজাকে নিয়ে শঙ্কায় ভারত
ইংল্যান্ডের সঙ্গে প্রথম ইনিংসে বড় লিড নেওয়ার পরও জিততে পারেনি ভারত। চরম হতাশাজনক পারফরম্যান্সের পর একটি খারাপ খবরও পেয়েছে দলটি। দলের অন্যতম সেরা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা পড়েছেন হ্যামস্ট্রিংয়ের চোটে। ফলে বিশাখাপত্তমে দ্বিতীয় টেস্টে তাকে পাওয়ার সম্ভাবনা ক্ষীণ।
২৩১ রান তাড়ায় রোববার ২ রান করে রান আউট হন জাদেজা। বেন স্টোকসের দারুণ থ্রোতে রান আউটের আগে ক্রিজে ঢুকার সময় পেশিতে টান পড়ে তার। তার চোটের স্ক্যান করা হয়েছে। সেই স্ক্যানের রিপোর্ট অনুযায়ী জেগেছে শঙ্কা। ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, এই চোটে বিশাখাপত্তমে দ্বিতীয় টেস্টে তাকে সম্ভবত পাওয়া যাবে না।
সাধারণ প্রক্রিয়ার অংশ হিসেবে ইনজুরি আক্রান্ত খেলোয়াড়ের প্রতিবেদন মুম্বাই ইন্সটিটিউতে পাঠানো হয়েছে। বিশেষজ্ঞ মতামতের পর নেওয়া হবে সিদ্ধান্ত। দায়িত্বশীল একজনের বরাতে ক্রিকবাজ জানিয়েছে, 'আমরা যেটা বুঝেছি পেশিতে টান পড়েছে তবে টিআর নেই। সে তৃতীয় টেস্টে ফিট হয়ে যাবে, তবে দ্বিতীয় টেস্ট খেলতে পারবে না।'
জাদেজা খেলতে না পারলে দ্বিতীয় টেস্টে একাদশে আসতে পারেন কুলদীপ যাদব। বোলিংয়ে ঘাটতি পূরণ হলেও জাদেজা না থাকলে ভারতের ব্যাটিংয়ের গভীরতা কিছুটা কমে যাবে। হায়দরাবাদে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ব্যাট হাতে দারুণ ভূমিকা নেন জাদেজা। ছয়ে নেমে করেন সর্বোচ্চ ৮৭ রানের ইনিংস। তার ব্যাটে বড় লিড পেয়েছিল ভারত।
২ ফেব্রুয়ারি বিশাখাপত্তমে শুরু হবে ভারত-ইংল্যান্ডের দ্বিতীয় টেস্ট।
Comments