আফগানিস্তানকে গুটিয়ে প্রথম দিনেই শক্ত অবস্থানে শ্রীলঙ্কা
দুই পেসার আসিতা ফার্নেন্দো আর বিশ্ব ফার্নেন্দোর তোপে শুরুতেই বিপাকে পড়া আফগানিস্তানের ইনিংস পরে চেপে ধরেন বাঁহাতি স্পিনার প্রভাত জয়াসুরিয়া। দুইশোর আগে সফরকারীদের আটকে পরে ওপেনারদের ব্যাটে দারুণ দিন পার করেছে শ্রীলঙ্কা।
শুক্রবার কলম্বোয় একমাত্র টেস্টের প্রথম দিনে ১৯৮ রানে শেষ হয় আফগানদের প্রথম ইনিংস। জবাবে বিনা উইকেটে ৮০ রান তুলে দিন শেষ করেছে লঙ্কানরা। দিমুথ করুনারত্নে ৪২ ও নিশান মাধুশকা ৩৬ রান নিয়ে খেলছেন।
এর আগে আফগানিস্তানের ইনিংস ধসিয়ে দিতে বিশ্ব ৫১ রানে পান ৪ উইকেট। আসিতা ২৪ রানে ধরেন ৩ শিকার। বাঁহাতি স্পিনে ৬৭ রানে ৩ উইকেট নেন প্রভাত।
টস হেরে ব্যাটিংয়ে যাওয়া আফগান ইনিংসে দ্বিতীয় বলেই আঘাত হানেন আসিতা। ইব্রাহিম জাদরানকে এলবিডব্লিউ করে দেন তিনি। নুর আলি জাদরান আর রহমত শাহ মিলে প্রতিরোধ গড়লেও বেশি রান যোগ করতে পারেননি। থিতু হওয়া নুরকে বিদায় করেন বিশ্ব।
অধিনায়ক হাসমতুল্লাহ শহিদি আর রহমত শাহ এরপর সামাল দিতে থাকেন পরিস্থিতি। দুই অভিজ্ঞের ব্যাটে ভালোই এগুচ্ছিল সফরকারীদের ইনিংস। তাদের জুটি আরও ৫২ রান যোগ করার পর হাসমতকে ছাঁটেন বিশ্ব। পাঁচে নেমে নাসির জামাল টিকেছেন ৭ বল, কোন রান না করেই বোল্ড হন প্রভাতের স্পিনে।
এরপর ইকরাম আকিলি ও কাইস আহমেদ কিছু রান যোগ করলেও দলকে মূলত রহমতের ব্যাটেই যা রান পাওয়ার পায় আফগানরা। সেঞ্চুরির আশা জাগিয়ে আফগান টপ অর্ডার ব্যাটার আউন হন ৯১ রানে, ১৩৯ বলের তার ইনিংসও থামান প্রভাত। শেষ দিকে তেমন কেউ দৃঢ়তা দেখাতে পারেননি। ৬৩তম ওভারেই থেমে যায় আফগানিস্তানের ইনিংস।
জবাবে খেলতে নেমে নিশানকা আর করুনারত্নে কোন সুযোগ দেননি। বরং খেলেছেন ওয়ানডে স্টাইলে। ১৪ ওভারে ওভারপ্রতি ছয়ের কাছাকাছি রান তোলেন তারা।
Comments