রানে ফিরলেন সাকিব-রনি, রংপুরের সহজ জয়

টানা চতুর্থ ম্যাচ জিতে শীর্ষস্থান মজবুত করল রংপুর রাইডার্স
ছবি: ফিরোজ আহমেদ

ব্যাট হাতে বিপিএলে এবার সময়টা ভালো কাটছিল না দেশসেরা তারকা সাকিব আল হাসান ও জাতীয় দলের ওপেনার রনি তালুকদারের। দুর্দান্ত ঢাকার বিপক্ষে এদিন ছন্দে ফেরার ইঙ্গিত দেন দুইজনই। ইনিংস লম্বা করতে না পারলেও আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে রংপুর রাইডার্সকে এনে দেন লড়াইয়ের পুঁজি। এরপর বল হাতেও জ্বলে উঠলেন সাকিব। সঙ্গে জ্বলে ওঠেন বাকি বোলাররাও। তাতে দুর্দান্ত ঢাকাকে সহজেই হারিয়েছে নুরুল হাসান সোহানের দল।   

মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দিনের প্রথম ম্যাচে দুর্দান্ত ঢাকাকে ৬০ রানে হারিয়েছে রংপুর রাইডার্স। প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৭৫ রান করে তারা। জবাবে ১৮ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১১৫ রানের বেশি করতে পারেনি ঢাকা।

এই নিয়ে টানা চতুর্থ ম্যাচ জিতে শীর্ষস্থান মজবুত করল রংপুর। সাত ম্যাচে ১০ পয়েন্ট তাদের। এক ম্যাচ কম খেলা ঢাকার সংগ্রহ ২ পয়েন্ট। তালিকার তলানিতে রয়েছে তারা।

লক্ষ্য তাড়ায় নেমে শুরু থেকেই চাপে ছিল ঢাকা। প্রথম চার ওভারে দুই উইকেট হারিয়ে করে মাত্র ৪ রান। শেখ মেহেদী হাসানের শিকার হয়ে অভিষিক্ত সাব্বির হোসেন ও পাকিস্তানি ক্রিকেটার সিয়াম আইয়ুব আউট হন যথাক্রমে ব্যক্তিগত ১ ও ২ রানে। সেই চাপ থেকে দলকে টেনে তোলার চেষ্টা করেন মোহাম্মদ নাঈম শেখ। এক প্রান্ত আগলে দলকে এগিয়ে নিতে থাকেন তিনি।

আজমতউল্লাহ ওমরজাইর করা ইনিংসের পঞ্চম ওভারের শেষ তিন বলে দুটি ছক্কা ও একটি চার মেরে পাল্টা আক্রমণের চেষ্টা করেন নাঈম। পরের ওভারে শেখ মেহেদীকেও টানা দুই বলে একটি চার ও ছক্কা মারেন। ফলে পাওয়ার প্লেতে ২ উইকেটে ৩২ রান করে দলটি।

কিন্তু পাওয়ার প্লে শেষ হতেই বল হাতে নিয়ে আলেক্স রসকে সাকিব আউট করলে ফের চাপে পড়ে যায় ঢাকা। নাঈমও দেখে খেলতে শুরু করেন। ফলে আস্কিং রান রেট বাড়তে থাকে হুহু করে। দলীয় ৫৭ রানে সালমান ইরশাদের বলে নাইম বিদায় নিলে কোণঠাসা হয়ে পড়ে তারা।

ব্যর্থতার ধারাবাহিকতা ধরে রেখে এদিনও হতাশ করেন অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। পারেননি আফগান অলরাউন্ডার গুলবাদিন নাইবও। তবে ইরফান শুক্কুর ও তাসকিন আহমেদ শেষদিকে চেষ্টা চালান। তাদের ২৭ রানের জুটিতে শতরানের কোটা পার করতে পারে দলটি।

দলের পক্ষে সর্বোচ্চ ৪৪ রানের ইনিংস খেলেন নাঈম। ৩১ বলে সমান ৩টি করে চার ও ছক্কায় সাজান নিজের ইনিংস। ৮ বলে ২টি ছক্কায় ১৫ রানের ক্যামিও খেলেন তাসকিন। ২১ রান করেন ইরফান। রংপুরের পক্ষে ১৬ রানের খরচায় ৩টি উইকেট নেন সাকিব। এছাড়া ২টি করে উইকেট পান শেখ মেহেদী, ইরশাদ ও হাসান মাহমুদ।    

এর আগে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে শুরুটা দারুণ করে রংপুর। বাজে সময় কাটিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দেন রনি তালুকদার। দারুণ কিছু শটে ৩৯ রানের ইনিংস খেলে আরাফাত সানির বলে এলবিডাব্লিউর ফাঁদে পড়েন এই ওপেনার। ২৪ বলে ৬টি চার ও ১টি ছক্কায় সাজান নিজের ইনিংস।

তিনে নেমে সাকিব আল হাসানও দারুণ শুরু পেয়েছিলেন। যদিও ইনিংস লম্বা করতে পারেননি। মাঝের ম্যাচগুলোতে লেজের দিকে নামলেও এদিন টপ অর্ডারে ফিরে এসে খেলেন ৩৪ রানের ইনিংস। ১টি চার ও ৩টি ছক্কায় সাজান নিজের ইনিংস। বাবর আজম নিজের মতোই খেলেছেন। এক প্রান্ত আগলে রেখে ৪৩ বলে করেন ৪৭ রান।

শেষদিকে ঝড়ো ব্যাটিংয়ে দলকে লড়াইয়ের পুঁজি এনে দেন আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবি ও অধিনায়ক নুরুল হাসান সোহান। ১৬ বলে ৩টি ছক্কায় ২৯ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন নবি। আর ১০ বলে একটি করে চার ও ছক্কায় ১৬ রান করেন সোহান। ঢাকার পক্ষে ৩০ রানের বিনিময়ে ২টি উইকেট নেন মোসাদ্দেক হোসেন।

Comments

The Daily Star  | English
Chief Adviser Muhammad Yunus

Chief Adviser Yunus's UNGA trip a critical turning point

Now is the best chance for Bangladesh to strengthen international cooperation.

5h ago