চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের টিম বাসে লরির ধাক্কা
ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে দুর্ঘটনায় পড়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের টিম বাস। সীতাকুণ্ডে লরির ধাক্কায় বাসের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হলেও কেউ আহত হননি।
বিবৃতিতে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স জানায়, তাদের বাসে কোন ক্রিকেটার, দলের সাপোর্ট স্টাফ বা কেউই ছিলেন না। মূলত বাসটিতে ক্রিকেটারদের সরঞ্জামাদি বহন করা হচ্ছিলো। সীতাকুণ্ডে যাওয়ার পর দাঁড়িয়ে থাকা অবস্থায় একটি লরি বাসটিতে ধাক্কা দেয়।
ঢাকায় লিগ পর্বের খেলা শেষে আজ বিকেলে ফ্লাইটে করে চট্টগ্রাম যাবেন দলটির ক্রিকেটাররা। সেখানে ১৩ ফেব্রুয়ারি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে লড়বে তারা। চট্টগ্রামে লিগ পর্বের শেষ ধাপে মোট চার ম্যাচ আছে চট্টগ্রামে। ৮ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে প্লে অফে যাওয়ার লড়াইয়ে ভালোভাবে টিকে আছে তারা। আর অন্তত দুই জয় পেলেই শেষ চার নিশ্চিত হবে শুভাগত হোমের দলের।
Comments