বয়সভিত্তিক ক্রিকেটে সদ্য কৈশোর পেরুনো ব্যাটারের ট্রিপল সেঞ্চুরি

রাজশাহীর কামারুজ্জামান স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৮ ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনালে ঢাকা মেট্রোর বিপক্ষে এই কীর্তি গড়েন রিফাত।
Rifat Beg

বয়সভিত্তিক ক্রিকেটে চোয়ালবদ্ধ দৃঢ়তায় দারুণ টেম্পারমেন্টের ঝলক দেখিয়েছেন বিকেএসপির রিফাত বেগ। প্রায় ১১ ঘণ্টা ব্যাট করে ট্রিপল সেঞ্চুরি করেছেন তিনি। বাঁহাতি এই ব্যাটার বিসিবির অনূর্ধ্ব-১৮ পর্যায়ের আসরে প্রথম ট্রিপল সেঞ্চুরিয়ান হিসেবে নাম উঠিয়েছেন রেকর্ড বইয়ে।

রাজশাহীর কামারুজ্জামান স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৮ ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনালে ঢাকা মেট্রোর বিপক্ষে এই কীর্তি গড়েন রিফাত।

আগে ব্যাট করে ঢাকা মেট্রো গুটিয়ে যায় ১৪৩ রানে। জবাবে রিফাতের অপরাজিত ৩২০ রানে ৫৪৯ রান করেছে বিকেএসপির দলটি। ৪৮৩ বল সামলে ২৯ চার আর ৪ ছক্কায় ৩২০ রান করতে ১০ ঘণ্টা ৫০ মিনিট ক্রিজে ছিলেন সদ্য কিশোর পেরুনো ব্যাটার।

বিকেএসপির ইনিংস এতটাই রিফাতময় যে দ্বিতীয় সর্বোচ্চ রান করা ব্যাটার অনেকটাই দূরে। ফাহিম মুনতাসির করেন ৫৭। অর্থাৎ দলের অর্ধেকেরও বেশি রান করেছেন রিফাত একাই। বিকেএসপির বিশাল পুঁজির জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে ঢাকা মেট্রো।

Comments

The Daily Star  | English
Chief Adviser Muhammad Yunus

Chief Adviser Yunus's UNGA trip a critical turning point

Now is the best chance for Bangladesh to strengthen international cooperation.

1h ago