নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সব ম্যাচ ঢাকা ও সিলেটে

Bangladesh women cricket Team

চলতি বছর ঘরের মাঠে ব্যস্ত সূচির ভিড়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপও আয়োজন করবে বাংলাদেশ। সেপ্টেম্বর-অক্টোবরে হতে যাওয়া টুর্নামেন্টটি ঢাকা ও সিলেটের দুই মাঠে আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

বিসিবির সূত্রে দ্য ডেইলি স্টার জানতে পেরেছে, বিশ্বকাপ সামনে রেখে কিছু সংস্কারের উদ্যোগও হাতে নেওয়া হয়েছে। ঢাকার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম  ও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিশ্বকাপ মাথায় রেখেই কিছু সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। 

১০ দলের বিশ্বকাপের দুই গ্রুপে খেলা ভাগ হয়ে হবে সিলেট ও ঢাকায়। সিলেটে মূল মাঠের বাইরে একাডেমি মাঠেও হবে খেলা।  তবে টুর্নামেন্টের আগে ওয়ার্মআপ ম্যাচ হবে বিকেএসপিতে।

বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া বাংলাদেশের বিপক্ষে দ্বি-পাক্ষিক সিরিজ খেলতে ১৭ মার্চ প্রথমবার আসবে ঢাকায়। মিরপুরে নিগার সুলতানা জ্যোতিদের সঙ্গে আলিসা প্যারিতের তিন ওয়ানডে হবে ২১, ২৩ ও ২৫ মার্চ। এরপরে হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। বিশ্বকাপের আগে বাংলাদেশের কন্ডিশনে খেলে প্রস্তুতির আশাতেও আছে অজিরা।

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

40m ago