প্রোটিয়া কিংবদন্তি প্রক্টরের চিরবিদায়

গত কয়েকদিন ধরে গুরুতর অসুস্থ থাকা প্রক্টর নিবিড় পরিচর্যা কেন্দ্রে শনিবার রাতে মারা গেছেন।
Mike Procter

খেলোয়াড়, কোচ, ধারাভাষ্যকার এবং পরে আইসিসির ম্যাচ রেফারির দায়িত্ব পালন করে খ্যাতি অর্জন করা মাইক প্রক্টর আর নাই। ৭৭ বছর বয়েসে দক্ষিণ আফ্রিকান এই কিংবদন্তির মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার স্ত্রী মারিয়ানা।

গত কয়েকদিন ধরে গুরুতর অসুস্থ থাকা প্রক্টর নিবিড় পরিচর্যা কেন্দ্রে শনিবার রাতে মারা গেছেন।

আন্তর্জাতিক ক্রিকেটের পরিসংখ্যান দেখলে বোঝার উপায় নেই কতটা বড় মাপের ক্রিকেটার ছিলেন তিনি। কেবল ৭ টেস্ট খেলায় তার আন্তর্জাতিক ক্যারিয়ার সমৃদ্ধ হয়নি। তিনি যখন ক্যারিয়ারের তুঙ্গে তখনই বর্ণবাদের কারণে নিষিদ্ধ হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। দুই দশের নিষেধাজ্ঞার পর তখন প্রক্টর পুরদমে কোচ। তবে প্রথম শ্রেণীতে তার চোখ ধাঁধানো পরিসংখ্যান বলবে কতটা বড় মাপের ব্যাটার ছিলেন তিনি।

প্রথম শ্রেণীতে প্রক্টর খেলছেন ৪০১টি ম্যাচ। ৪৮টি সেঞ্চুরি আর ১০৯টি হাফ সেঞ্চুরিতে করেন ২১ হাজার ৯৩৬ রান। ১৯৯১ সালে নিষেধাজ্ঞা কাটিয়ে দক্ষিণ আফ্রিকা যখন আন্তর্জাতিক ক্রিকেটে ফেরে তখন তিনি ছিলেন দলের প্রধান কোচ। ১৯৯২ সালে বিশ্বকাপেও দায়িত্ব সামলান প্রক্টর।

শেষ জীবনে ম্যাচ রেফারি হিসেবে প্রভাবশালী ভূমিকা রাখতে দেখা যেত তাকে।

Comments

The Daily Star  | English

Gaza still bleeding

Death toll nears 42,000; rallies worldwide calls for ceasefire

2h ago