ডাবল সেঞ্চুরির পথে ওয়াসিমের ছক্কার রেকর্ডে ভাগ বসালেন জয়সওয়াল

Yashasvi Jaiswal
ছবি: সংগ্রহ

২৮ বছর ধরে রেকর্ডটি একার ছিল ওয়াসিম আকরামের। জিম্বাবুয়ের বিপক্ষে সেই ১৯৯৬ সালে ২৫৭ রান করার পথে ১২ ছক্কা মেরে রেকর্ড গড়েছিলেন তিনি। ইংল্যান্ডের বিপক্ষে ১২ ছক্কা মেরে এবার এই রেকর্ড স্পর্শ করলেন ভারতের যশভি জয়সওয়াল।

টেস্ট ক্রিকেটে এক ইনিংসে যৌথভাবে সর্বোচ্চ ছক্কা মারার মালিক এখন ওয়াসিম ও জয়সওয়াল। জয়সওয়ালের সুযোগ ছিল একাই রেকর্ডটা নিজের করে নেওয়ার। তবে ভারত ইনিংস ঘোষণা করায় ছক্কার ঝড় থামাতে হয় তাকে।

রাজকোটে রোববার দারুণ আগ্রাসী ব্যাটিংয়ে ২৩৬ বলে অপরাজিত ২১৪ রানের ইনিংস খেলেছেন তিনি। তার সঙ্গে ১৫৮ বলে ১৭২ রানের জুটি গড়া অভিষিক্ত সরফরাজ আহমেদ খেলেছেন হার না মানা ৭২ বলে ৬৮ রানের ইনিংস।

এই দুজনের দ্যুতিতে দ্বিতীয় ইনিংসে ৪৩০ রান করে ইংল্যান্ডে ৫৫৭ রানের বিশাল লক্ষ্য দিয়ে ইনিংস ছেড়ে দেয় ভারত।

মাত্র ৭ টেস্টের ক্যারিয়ারে এই নিয়ে দুইটি ডাবল সেঞ্চুরি করে ফেললেন জয়সওয়াল। আরেকটি ১৭১ রানের ইনিংসও আছে তার। ২২ পেরুনো বাঁহাতি ওপেনার ইতিহাসের তৃতীয় সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে করলেন দুইটা ডাবল সেঞ্চুরি।

Comments

The Daily Star  | English

Iran launches fresh wave of attacks on Israel: state TV

"New round of Honest Promise 3 attacks," state television reported, referring to the name of the Iranian military operation against Israel

16m ago