স্বীকৃত টি-টোয়েন্টিতে গেইলের রেকর্ড ভাঙলেন বাবর

ছবি: রংপুর রাইডার্স

স্বীকৃতি টি-টোয়েন্টির প্রায় সব রেকর্ডই ক্রিস গেইলের দখলে। তার একটি এবার নিজের করে নিলেন পাকিস্তানের বাবর আজম। এই সংস্করণে সবচেয়ে কম ইনিংস খেলে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি।

বুধবার পিএসএলে করাচি কিংসের বিপক্ষে পেশোয়ার জালমির হয়ে ৫১ বলে ৭২ রানের ইনিংসের পথে ১০ হাজার রান করে ফেলেন তিনি। ১০ হাজার রানে পৌঁছাতে বাবরের লেগেছে ২৭১ ইনিংস। গেইল ১০ হাজার রান করেছিলেন ২৮৫ ইনিংসে। এই দুজন ছাড়া তিনশোর কম ইনিংসে ১০ হাজার রান আছে বিরাট কোহলির (২৯৯ ইনিংস)

৪৫৫ ইনিংসে ৩৬.২২ গড় আর ১৪৪.৭৫ স্ট্রাইকরেটে ১৪ হাজার ৫৬২ রান আছে গেইলের। যা টি-টোয়েন্টিতে সর্বোচ্চ। ২৭১ ইনিংসে ১০ হাজার স্পর্শ করা বাবরের গড় ৪৩.৯৫ হলেও তার স্ট্রাইকরেট স্রেফ ১২৮.৯০। কুড়ি ওভারের প্রভাব বিচারে গেইল নিশ্চিতভাবেই অনেক অনেক এগিয়ে।

সর্বোচ্চ রানের বিচারে গেইলকে ছাড়ানো যেকারো জন্য বেশ কঠিন। আরেকটি জায়গায় ক্যারিবিয়ান ব্যাটিং দানব প্রায় ধরা ছোঁয়ার বাইরে। স্বীকৃত টি-টোয়েন্টিতে ২২টি সেঞ্চুরি করে চূড়ায় তিনি। ১০ সেঞ্চুরি করে বাবর আছেন দ্বিতীয় অবস্থানে।

রেকর্ডের দিনে অবশ্য নিরাশ হয়েছেন বাবর। এদিন করাচির বিপক্ষে তার দল পেশোয়ার হেরেছে ৭ উইকেটে। আগে ব্যাট করে বাবরের ৭২ রানে ১৫৪ রান করে পেশোয়ার। ওই পুঁজি ১৯ বল আগেই পেরিয়ে যায় করাচি।

Comments

The Daily Star  | English
Government notification banning Awami League

Govt issues gazette notification banning AL activities

A Public Security Division joint secretary confirmed the matter

1h ago