এক ‘বাংলাদেশিসহ’ চার ব্যক্তি থেকে পিএসএলের খেলোয়াড়দের সতর্ক থাকতে বলল পিসিবি

pcb
ছবি: এএফপি

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চলমান পিএসএলে অংশ নেওয়া খেলোয়াড়দের চারজন ব্যক্তির ব্যাপারে সতর্ক করেছে, যার একজন বাংলাদেশি বলে চিহ্নিত করার কথা জানিয়েছে তারা। ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি আসরটিতে সম্ভাব্য ম্যাচ ফিক্সিং ঠেকাতে এমন সতর্কতা বলে জানা গেছে।

ক্রিকেট পাকিস্তানের এক প্রতিবেদনে বলা হয়েছে চারজন সন্দেহভাজন ব্যক্তি চিহ্নিত করেছে পিসিবি। যাদের একজন পাকিস্তানেরই আঞ্চলিক ক্রিকেট কোচ, দুইজন ভারতীয় ও একজন বাংলাদেশি।

প্রতিবেদনে লেখা হয়েছে, খেলোয়াড়দেরকে ওই চার ব্যক্তির ছবি দেখানো হয়েছে। এবং কঠোরভাবে এদের সঙ্গে কোন রকম যোগাযোগ না করার নির্দেশনা দেওয়া হয়েছে। এই ব্যক্তিরা খেলোয়াড়দের কোন অ্যাপ্রোচ করলে দ্রুত যেন দুর্নীতি দমন কর্মকর্তাকে জানানো হয়, সেই নির্দেশনাও দেওয়া হয়েছে খেলোয়াড়দের।

প্রতিবেদনটিতে বলা হয়েছে, দলের হোটেলগুলো পিসিবি পুরোপুরি বুকড করেনি। খেলোয়াড় ছাড়াও তাই অন্য অতিথিরা আছেন। কাজেই সতর্ক হয়ে চলতে বলা হয়েছে খেলোয়াড়দের।

ছয় দলের অংশগ্রহনে ১৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। টুর্নামেন্টের ফাইনাল হবে ১৮ মার্চ।

Comments

The Daily Star  | English

Bangladesh’s climate debt keeps climbing

As global leaders gather in Baku, Azerbaijan to discuss finance at the 29th climate conference, the most vulnerable countries like Bangladesh are demanding new and additional climate finance that does not exacerbate climate debt.

10h ago