এই ভারতের কাছে হারের মাঝে লজ্জার কিছু নেই: নাসের

Nasser Hussain

হায়দরাবাদে রোমাঞ্চকর প্রথম টেস্ট জিতে দারুণ শুরু করেছিল ইংল্যান্ড। কিন্তু এরপর স্বাগতিকদের কাছে টানা তিন টেস্ট হেরে সিরিজ হাতছাড়া করেছে তারা। রাঁচি টেস্টে এক পর্যায়ে শক্ত অবস্থান থেকে পথ হারায় বেন স্টোকসের দল। ঘুরে দাঁড়িয়ে ম্যাচ নিজেদের করে নেয় ভারত। হারের বিশ্লেষণ করতে গিয়ে সাবেক ইংল্যান্ড অধিনায়ক নাসের হুসেইন প্রতিপক্ষকেই বেশি প্রশংসায় ভাসালেন।

সোমবার রাঁচিতে ইংল্যান্ডকে ৫ উইকেটে হারায় রোহিত শর্মার ভারত। দ্বিতীয় ইনিংসে ১৯২ রানের লক্ষ্য তাড়ায় শুভমান গিল আর ধ্রুব জুরেলের জুটিতে ম্যাচ নিজেদের করে নেয় তারা।

স্কাই স্পোর্টসের সঙ্গে আলাপে নাসের ব্যাখ্যা করেছেন হারের কারণ,  'দারুণ আরেকটা টেস্ট, দারুণ সিরিজ দেখছি আমরা। ইংল্যান্ড আজ খুব ভালো করছিল। লাঞ্চের পর পাঁচ উইকেট ফেলে দিয়েছিলো। কিন্তু কিপার ব্যাটার জুরেল আর গিল মিলে কাজটা শেষ করেছে।  প্রথম ইনিংসেও জুরেলের ব্যাটিং ছিলো ভাইটাল।'

এই সিরিজের শুরু থেকেই ব্যক্তিগত কারণে বিরাট কোহলিকে পায়নি ভারত। চোটের কারণে এক টেস্ট পরই আর পায়নি লোকেশ রাহুলকে। গোড়ালির চোটে অনেকদিন ধরে বাইরে মোহাম্মদ শামি।

সরফরাজ আহমেদ, রজত পাতিদার, ধ্রুব জুরেল, আকাশ দ্বীপের মতন নতুনদের হয় অভিষেক।  নাসেরের মতে এতজনকে ছাড়া খেলতে নেমেও ভারত যে শক্ত মানসিকতা, যে মানের দক্ষতা দেখিয়েছে তাদের কাছে হারে আসলে লজ্জার কিছু নেই, 'পুরো সিরিজে ভারত যেভাবে খেলেছে তাদের কৃতিত্ব দিতে হবে। ভারত কয়েকজন তারকাকে ছাড়া খেলেছে। কোহলি ছিলো না, শামি ছিলো না, বুমরাহ এই ম্যাচে ছিলো না, লোকেশ রাহুলকে সিরিজের বেশিরভাগ অংশে পায়নি ভারত। এছাড়া রিশভ পান্ত তো নেই। না পাওয়া তারকাদের সারি বেশ দীর্ঘ।'

'রবি অশ্বিনকে আমরা দেখলাম দরকারের সময়ে দাঁড়িয়ে গিয়ে দারুণ পারফর্ম করল। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিলো। বড় তারকাদের ছাড়া খেলতে নেমেও শক্ত মানসিকতার পরিচয় দিয়েছে তারা। এই ভারতের কাছে হারের মাঝে লজ্জার কিছু নেই।'

সাবেক ইংল্যান্ড অধিনায়কের মতে রাঁচিতে প্রথম ইনিংসে লিডটা আরেকটু বড় করার সুযোগ হারিয়েছেন স্টোকসরা, সেখানেই ম্যাচের লাগামটা ছুটে গেছে, 'এই ম্যাচে আমাদের হারের পেছনে বলব প্রথম ইনিংসের লিডটা যথেষ্ট ছিলো না। এটা ৪৬ রানের বদলে ১০০ রানের হলে ভিন্ন কিছু হতে পারত।'  

Comments

The Daily Star  | English
AI-manipulated image of Shahbagh engineering students’ protest, DMP claims

Debunking DMP claim, frame by frame

The Daily Star photographer, who was present at the scene, described the incident as it unfolded

2h ago