আম্পায়ারের সঙ্গে বাকবিতণ্ডায় জরিমানা লিটনের
আম্পায়ারের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে জরিমানার কবলে পড়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্স অধিনায়ক লিটন দাস। রংপুর রাইডার্সের বিপক্ষে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে আচরণবিধি লঙ্ঘনের জন্য কুমিল্লা অধিনায়ককে তার ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানার সঙ্গে একটি ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে।
ঘটনাটি ঘটে রংপুরের ইনিংসের প্রথম স্ট্রাটেজিক টাইমের সময়। একটি স্টাম্পিংয়ের আবেদন প্রত্যাখ্যান করে দেওয়ায় মাঠের আম্পায়ার শরফুদ্দৌলা সৈকতের সঙ্গে লিটনের বাকবিতণ্ডায় জড়ান লিটন। রীতিমতো তেড়ে যান কুমিল্লা অধিনায়ক। এমনকি আম্পায়ার সৈকতের হাতে ধাক্কাও দেন তিনি। এ সময় কুমিল্লার কোচ মোহাম্মদ সালাহউদ্দিনকে ঢুকে শান্ত করতে চাইলেও পারেননি।
ম্যাচ শেষে মাঠের আম্পায়ার অভিযোগ জানান ম্যাচ-রেফারি রকিবুল হাসানের কাছে। সে অভিযোগের ভিত্তিতেই শাস্তি দেওয়া হয় লিটনকে। শাস্তির বিষয়টি নিশ্চিত করে ডেইলি স্টারকে রকিবুল বলেন, 'হ্যাঁ, লিটনকে তার ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে এবং একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে।'
উল্লেখ্য, প্রথম কোয়ালিফায়ারের সেই ম্যাচে রংপুরকে ৪ উইকেটে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে কুমিল্লা। সে ম্যাচে দারুণ ব্যাটিং করেন লিটন। ৭ বলে ৮৩ রানের দারুণ এক ইনিংস খেলে দলের জয়ে রাখেন মুখ্য ভূমিকা।
Comments