গ্রিনের সেঞ্চুরির পরও হেনরির তোপে নিউজিল্যান্ডের দিন
ঘাসের উইকেটে টস জিতে বোলিং বেছে দারুণ দিন পার করেছে নিউজিল্যান্ড। ম্যাট হেনরির পেসের ঝাঁজে ব্যাকফুটে চলে যাওয়া অস্ট্রেলিয়ার হয়ে লড়াই করেছেন কেবল ক্যামেরন গ্রিন।
বৃহস্পতিবার ওয়েলিংটনে প্রথম দিন শেষে ৯ উইকেটে ২৭৯ রান করেছে অস্ট্রেলিয়া। বাকিদের ব্যর্থতায় ১৫৫ বলে ১০৩ রানে অপরাজিত আছেন গ্রিন। ৪৩ রানে ৪ উইকেট নিয়ে কিউইদের সেরা পেসার হেনরি। উইলিয়াম ও'রর্কি ও স্কট কুগলেইনও নিয়েছেন দুটি করে উইকেট।
টস হেরে ব্যাটিংয়ে গিয়ে শুরুটা ভালোই হয় অজিদের। স্টিভেন স্মিথ-উসমান খাওয়াজার উদ্বোধনী জুটি টিকে ২৪ ওভার পর্যন্ত। ২৫তম ওভারে স্মিথকে উইকেটের পেছনে ক্যাচ বানিয়ে উইকেট নেওয়া শুরু হেনরির। খানিক পর মারনাশ লাবুশানকেও শিকার ধরেন কুগলেইন।
খাওয়াজা থিতু হয়ে ইনিংস বড় করতে পারেননি। ৩৩ রান করে হেনরির বলে বোল্ড হয়ে যান। ও'রর্কি ট্রেভিস হেডকে দ্রুত ফেরালে ৮৯ রানে ৪ উইকেট হারায় সফরকারীরা।
এরপর প্রতিরোধ গড়েন মিচেল মার্শ-গ্রিন। দুজনের ৬৭ রানের জুটির পর ৪০ করা মার্শও শিকার হেনরির। আলেক্স কেয়ারি, মিচেল স্টার্করাও বেশি সঙ্গ দিতে পারেননি গ্রিনকে। একা দলকে টেনে আড়াশ পার করান গ্রিন। দিনশেষেও টিকে আছেন তিনি।
Comments