ক্রিকেট

শততম টেস্টে নামলেন অশ্বিন-বেয়ারস্টো

শততম টেস্টে নামা ভারতের ১৪তম ক্রিকেটার অশ্বিন। শততম টেস্ট খেলতে অশ্বিনের লাগল ১২ বছর ৪ মাস। এদিকে ইংল্যান্ডের ১৭তম ক্রিকেটার হিসেবে শততম টেস্টে নেমেছেন বেয়ারস্টো।
ravichandran ashwin and jonny bairstow

সেই ২০১১ সালে অভিষেক, পাঁচশো উইকেটশিকারি রবীচন্দ্রন অশ্বিন ৩৭ পেরিয়ে নামলেন শততম টেস্টে। ধর্মশালায় ইংল্যান্ডের বিপক্ষে এমন মাইলফলক অর্জন হলো তার। একই দিনে ইংল্যান্ডের হয়ে শততম টেস্ট খেলতে নেমেছেন জনি বেয়ারস্টোও।

শততম টেস্টে নামা ভারতের ১৪তম ক্রিকেটার অশ্বিন। শততম টেস্ট খেলতে অশ্বিনের লাগল ১২ বছর ৪ মাস। এদিকে ইংল্যান্ডের ১৭তম ক্রিকেটার হিসেবে শততম টেস্টে নেমেছেন বেয়ারস্টো।

ধর্মশালায় বৃহস্পতিবার শুরু হতে যাওয়া পঞ্চম ও শেষ টেস্টে টস জিতে ব্যাট করছে ইংল্যান্ড। ওলি রবিনসনের জায়গায় ইংল্যান্ড একাদশে এসেছেন মার্ক উড।

চোটের কারণে রজত পাতিদার ছিটকে যাওয়ায় অভিষেক হয়েছে বাঁহাতি ব্যাটার দেবদূত পাড়িকালের। পাঁচ টেস্টের সিরিজে ৩-১ ব্যবধানে জিতে এরমধ্যে সিরিজ নিশ্চিত করে ফেলেছে রোহিত শর্মার দল। তবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের লড়াইয়ে থাকতে এই ম্যাচ দুই দলের জন্যই ভীষণ গুরুত্বপূর্ণ।

ভারত একাদশ: যশভি জয়সওয়াল, রোহিত শর্মা, শুবমান গিল, দেবদূত পাড়িকাল, রবীন্দ্র জাদেজা, সরফরাজ খান, ধ্রুব জুরেল, রবীচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, জাসপ্রিট বুমরাহ।

ইংল্যান্ড একাদশ: জ্যাক ক্রলি, বেন ডাকেট, ওলি পোপ, জো রুট, বেন স্টোকস, জনি বেয়ারস্টো, বেন ফোকস, টম হার্টলি, শোয়েব বসির, মার্ক উড, জেমস অ্যান্ডারসন।

Comments

The Daily Star  | English

Beyond Dollar: Bangladesh to seek over 36b yuan in Chinese loans

Bangladesh is going to seek more than 36 billion yuan, equivalent to $5 billion, as soft loans from China to reduce pressure on its dollar reserves.

10h ago