নিজের ফিটনেস নিয়ে সাইফউদ্দিনের 'নো কমেন্টস'

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দুর্দান্ত পারফর্ম করার পরও শ্রীলঙ্কা সিরিজে নেই মোহাম্মদ সাইফউদ্দিন।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দুর্দান্ত পারফর্ম করার পরও শ্রীলঙ্কা সিরিজে নেই মোহাম্মদ সাইফউদ্দিন। কারণ হিসেবে সদ্যই চোট কাটিয়ে ওঠায় তাকে নিয়ে ঝুঁকি নিতে রাজী নন বলেই জানিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তাতে প্রশ্ন উঠেছে, আসলেই কী সম্পূর্ণ ফিট রয়েছেন সাইফউদ্দিন। এমন প্রশ্নে এই অলরাউন্ডারের উত্তর, 'নো কমেন্টস।'

চোটের কারণে বিপিএলের শুরু থেকে খেলতে পারেননি সাইফউদ্দিন। পরে যখন খেলার অনুমোদন পান শুরু থেকেই জ্বলে ওঠেন তিনি। তবে ততদিনে জাতীয় দলের স্কোয়াড ঘোষণা করেন দেন নির্বাচকরা। তবে পরে যখন আলিস আল ইসলামের চোটে অনেকেই ভেবেছিলেন জাতীয় দলে ফিরতে পারেন সাইফউদ্দিন। কিন্তু জায়গা মিলে জাকের আলীর। তিনিও মেলে ধরেছেন নিজেকে।

আগামীকাল সোমবার থেকে শুরু হতে যাচ্ছে এবারের ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। গতবারের মতো এবারও আবাহনীর হয়ে খেলবেন সাইফউদ্দিন। তার দাগে দলের অনুশীলনে সাংবাদিকদের মুখোমুখি হন এই অলরাউন্ডার। সেখানেই তার আগে ফিটনেস প্রসঙ্গ উঠলে সাইফউদ্দিন বলেন, 'নো কমেন্টস।

এরপর যোগ করে এই অলরাউন্ডার বললেন, 'আসলে আমি খেলতে চাই। সবাই চান আমি দীর্ঘদিন জাতীয় দলের হয়ে খেলি। হয়তো খুব দ্রুত হয়ে যেত। দল আমার ভালো চেয়েছে আমি মনে করি। অনেক হাই ইন্টেন্সিটি ম্যাচ খেলে জাতীয় দলে ফিরলে হয়তো কঠিন হয়ে যেত আমার জন্য।'

কেন তাকে জাতীয় দলে নেওয়া হয়নি তার একটি ব্যাখ্যা দিয়েছেন তিনি, 'শরিফুল তাসকিনরা এক সপ্তাহের মতো বিরতি পেয়েছে। আমরা যারা কোয়ালিফায়ার বা ফাইনাল খেলেছি বিরতি পাইনি। সব কিছু চিন্তা করে, আমার ভবিষ্যতের কথা চিন্তা করেই হয়তো এই সিদ্ধান্ত। তারপরও চেষ্টা করব সেরাটা দেওয়ার। ডিপিএল ভালো খেললে সামনে সুযোগ আসবে। সামনে আরও সিরিজ আছে। এজন্য খুব বেশি তাড়াহুড়া করছি না।'

তবে আপাতত জাতীয় দল নিয়ে ভাবছেনই না বলে জানান সাইফউদ্দিন, 'যখনই মাথায় নিয়ে আসি ভালো খেলে জাতীয় দলে ফিরতে হবে, তখনই সবসময় খারাপ পারফরম্যান্স করি। সব কিছু সাধারণভাবে নিচ্ছি। সাধারণভাবে নিলেই ভালো খেলি। এজন্য নার্ভ রিলিফ রাখি এবং চেষ্টা করি খেলা উপভোগ করতে।'

উল্লেখ্য, শ্রীলঙ্কার টি-টোয়েন্টি সিরিজ হারের পর উঠে এসেছিল সাইফউদ্দিনের প্রসঙ্গ। তখন অধিনায়ক শান্ত বলেছিলেন, 'সাইফউদ্দিন ভালো করেছে। বড় একটা চোট থেকে এসেছে ওকে যদি আমরা আরেকটু সময় দেই ঘরোয়া ক্রিকেটে খেলে নির্বাচকরা চায় আমার মনে হয় অবশ্যই দলের সঙ্গে যুক্ত হবে।'

Comments

The Daily Star  | English

Teesta floods bury arable land in sand, leaving farmers devastated

40 unions across 13 upazilas in Lalmonirhat, Kurigram, Rangpur, Gaibandha, and Nilphamari are part of the Teesta shoal region

58m ago