মোস্তাফিজকে নিয়েই মাঠে নেমেছে চেন্নাই
মাতিশা পাতিরানা না থাকায় সম্ভাবনাটা আগেই ছিল। শেষ পর্যন্ত মোস্তাফিজুর রহমানকে নিয়েই ঘরের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে মাঠে নেমেছে চেন্নাই সুপার কিংস। তার সঙ্গে চেন্নাইয়ের একাদশে বিদেশি রয়েছেন রাচিন রবীন্দ্র, ড্যারিল মিচেল ও মহেশ থিকশানা।
শুক্রবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরের উদ্বোধনী ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে টস হেরে ফিল্ডিং করবে চেন্নাই। সিলেটে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন পাতিরানা। হ্যামস্ট্রিংয়ের এই চোট থেকে সেরে উঠতে চার থেকে পাঁচ সপ্তাহ লেগে যাবে। তাই মোস্তাফিজের দলে থাকা অনেকটা অনুমিতই ছিল।
এবার আইপিএলে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে দলে আছেন মোস্তাফিজ। এর আগে এর আগে সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ানস, রাজস্থান রয়্যালস ও দিল্লি ক্যাপিটালসে খেলছেন এই পেসার। সব মিলিয়ে ৪৮ ম্যাচে ৭.৯৩ ইকোনমি রেটে নিয়েছেন ৪৭ উইকেট।
চেন্নাই সুপার কিংসের একাদশ: রুতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), রাচিন রবীন্দ্র, অজিঙ্কা রাহানে, ড্যারিল মিচেল, রবীন্দ্র জাদেজা, সামির রিজভি, মহেন্দ্র সিং ধোনি, দীপক চাহার, মহেশ থিকশানা, মোস্তাফিজুর রহমান ও তুশার দেশপান্ডে।
Comments