কামিন্দু-ধনঞ্জয়ার বীরত্বে এমন ঘটনা তৃতীয়বার দেখল টেস্ট ক্রিকেট
প্রথম ইনিংসে বাংলাদেশকে হতাশায় পুড়াচ্ছিলেন যে দুই ব্যাটার, দ্বিতীয় ইনিংসেও সেই দুইজন আবার জ্বলে উঠলেন। ধনঞ্জয়া ডি সিলভা আর কামিন্দু মেন্ডিস আবার করলেন সেঞ্চুরি। দুই ইনিংসে একই দলের দুই ব্যাটারের সেঞ্চুরির ঘটনা টেস্ট ইতিহাসে দেখা গেল মাত্র তৃতীয়বার।
রোববার সিলেট টেস্টের তৃতীয় দিনে বাংলাদেশ হয়ে পড়েছে কোণঠাসা। চা-বিরতি পর্যন্ত ৭ উইকেটে ৩৩৮ রান তুলেছে শ্রীলঙ্কা। অধিনায়ক ধনঞ্জয়া ১০৮ রান করে আউট হলেও ঠিক ১০০ রানে অপরাজিত আছেন কামিন্দু। লঙ্কানদের লিড হয়ে গেছে ৪৩০ রানের। অর্থাৎ এই টেস্ট বাংলাদেশকে জিততে হলে গড়তে হবে বিশ্ব রেকর্ড।
দারুণ ব্যাটিংয়ে এদিন ইতিহাসে নাম উঠল ধনঞ্জয়া- কামিন্দুর। ১৯৭৪ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার দুই চ্যাপেল ভাই। ইয়ান ও গ্রেগ চ্যাপেল একই টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করেছিলেন। ২০১৪ সালে পাকিস্তানের মিসবাহ উল হক ও আজহার আলি অস্ট্রেলিয়ার বিপক্ষে একই টেস্টের দুই ইনিংসেই করেন সেঞ্চুরি।
এবার সেটা করে দেখালেন কামিন্দু-ধনঞ্জয়া। প্রথম ইনিংসে দুজনেই করেছিলেন ১০২ রান করে। তাদের ২০২ রানের জুটিতে ৫৭ রানে ৫ উইকেট হারানোর পরও ২৮০ রান করেছিল শ্রীলঙ্কা।
প্রথম ইনিংসের পুনরাবৃত্তিই করেন লঙ্কান দুই ব্যাটার। তফাৎ এবার তাদের জুটি হয়েছে সপ্তম উইকেটে। এবার ২৭৩ বলে তারা দুজন যোগ করেন ১৭৩ রান। একই জুটির দুই ইনিংসেই দেড়শো ছাড়ানো বন্ধনও ইতিহাসে দেখা গেল স্রেফ তৃতীয়বার।
রোববার প্রথম সেশনে নাইটওয়াচম্যান নামা টেল এন্ডার বিশ্ব ফার্নান্দোর উইকেট হারায় শ্রীলঙ্কা। তুলে ১১৪ রান। দ্বিতীয় সেশনেও পড়ল কেবল ১ উইকেট। মেহেদী হাসান মিরাজকে বড় শটের চেষ্টায় আউট হন সেঞ্চুরিয়ান ধনঞ্জয়া। এই সেশনে তারা তুলে ১০৫ রান।
লঙ্কানদের আউট করার মতন খুব নিঁখুত বোলিং হয়নি বাংলাদেশের। আলগা বলে ব্যাটারচের চাপ রাখতে পারেননি। উইকেট থেকেও মেলেনি তেমন সহায়তা। এখন ব্যাট করার জন্য বেশ ভালো উইকেটে টিকে থেকে বড় রানের পরিস্থিতি আছে।
Comments