হারের ব্যবধান কমাচ্ছেন মুমিনুল
ক্রিকেটীয় বাস্তবতায় নিশ্চিত হার জেনে দিন শুরু করেছিল বাংলাদেশ। এরকম অবস্থায় খেলা যতটুকু লম্বা করা যায়, হারের ব্যবধান যতটা কমানো যায় সেই চিন্তাই থাকে। ব্যক্তিগত অর্জনের দিকেও খেয়াল থাকে ব্যাটারদের। ম্যাড়ম্যাড়ে এমন পরিস্থিতিতে নিজের কাজটা করছেন মুমিনুল হক। সাবেক অধিনায়কের লড়াইয়ে প্রথম সেশন পার করেছে বাংলাদেশ।
সোমবার সিলেট টেস্টের চতুর্থ দিনের প্রথম সেশনে ২ উইকেট হারিয়েছে বাংলাদেশ। ৫১১ রানের পাহাড়সম লক্ষ্যে লাঞ্চ বিরতি পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ১২৯ রান। ১১২ বলে ৪৬ রানে অপরাজিত আছেন মুমিনুল।
দিনের শুরুতে অবশ্য প্রথম সেশনে খেলা শেষ হওয়ার আভাস ছিলো। তৃতীয় ওভারে কাসুন রাজিতার বলে বিদায় নেন তাইজুল ইসলাম। প্রথম ইনিংসের মতোন নাইটওয়াচম্যান নেমে এবার আর প্রতিরোধ গড়া হয়নি তার। রাজিতার অ্যাঙ্গেল তৈরি করা বলে এলবিডব্লিউতে বিদায় নেন তাইজুল।
এরপরই মেহেদী হাসান মিরাজকে নিয়ে ছোট্ট প্রতিরোধ গড়ে তুলেন মুমিনুল। বল পুরনো হয়ে আসাতেও তাদের খেলা হয়ে যায় কিছুটা সহজ। মুমিনুল কোন ভুলের পথে যাননি। মিরাজও সঙ্গে দিচ্ছেলেন সিনিয়র ব্যাটারকে। হারের ব্যবধান কমাতেই লড়তে থাকেন তারা। আগের দিন যে জিনিসের ঘাটতি ছিলো প্রবল এবার তা দেখা যায় মুমিনুলদের মাঝে। সপ্তম উইকেটে ৬৬ রানের জুটির পর থামেন মিরাজ। রাজিতার বলে ড্রাইভ করতে গিয়ে স্লিপে ক্যাচ দিয়ে থামেন ৫০ বলে ৩৩ করা ব্যাটার।
সেশনের বাকিটা সময় ৩৪ বলে ১২ রানের অবিচ্ছিন্ন জুটিতে শরিফুল ইসলামকে নিয়ে কাটিয়ে দিয়েছেন মুমিনুল ।
Comments