দ্বিতীয় টেস্টে ফিরেছেন সাকিব
ঘরোয়া ক্রিকেটে খেললেও ভারত বিশ্বকাপের পর থেকেই সব সংস্করণেই বাংলাদেশ দলের বাইরে আছেন সাকিব আল হাসান। তবে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচে ফিরেছেন এই অলরাউন্ডার। তাকে নিয়েই মঙ্গলবার ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আট মাসেরও বেশি সময় পর টেস্ট দলে ফিরলেন সাকিব। গত বছরের জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে সবশেষ টেস্ট ম্যাচ খেলেছিলেন তিনি। তার ফেরায় বাদ দেওয়া হয়েছে আগের টেস্টেই প্রথমবার ডাক পাওয়া তাওহিদ হৃদয়কে। ইনজুরিতে পড়া মুশফিকুর রহিমের পরিবর্তে স্কোয়াডে এসেছিলেন এই তরুণ।
বিস্ময়করভাবে এই টেস্টে টিকে গেছেন লিটন দাস। একে ফর্মে নেই, তার উপর কাণ্ডজ্ঞানহীন সব শটে নিজের উইকেট বিলিয়ে ফিরেছেন তিনি। তার উইকেটকিপিং নিয়ে উঠেছে প্রশ্ন। তাকে বাদ না দিয়ে হৃদয় বাদ দিয়েছে টিম ম্যানেজমেন্ট। স্কোয়াডে পরিবর্তন আছে আরও একটি। চোটের কারণে ছিটকে গেছেন পেসার মুশফিক হাসান। তার জায়গায় দলে ফিরেছেন হাসান মাহমুদ।
আগামী শনিবার থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। প্রথম টেস্ট ৩২৮ রানের ব্যবধানে হেরে সিরিজে ০-১ ব্যবধানে পিছিয়ে আছে বাংলাদেশ।
শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের জন্য বাংলাদেশ স্কোয়াড
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, লিটন কুমার দাস, মুমিনুল হক সৌরভ, সাকিব আল হাসান, শাহাদাত হোসেন দিপু, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, নাহিদ রানা ও হাসান মাহমুদ।
Comments