আইপিএলে ১৬ বছর বয়সী আফগান স্পিনার

শেষ পর্যন্ত আইপিএল থেকে ছিটকেই গেছেন আফগানিস্তানের স্পিনার মুজিব উর রহমান। চলতি মৌসুমে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার কথা ছিল তার। তবে তার জায়গায় অপ্রত্যাশিত এক নাম ঘোষণা কিছুটা চলকে দিয়েছে কলকাতা। আফগানিস্তানের ১৬ বছর বয়সী অফস্পিনার আল্লাহ গজানফারকে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
আইপিএলে গজানফারের ভিত্তি মূল্য ২০ লাখ রুপিতেই তাকে দলভুক্ত করেছে কলকাতা। ম্যাচ খেলার সুযোগ পেলে তিনিই হবেন কলকাতার সর্বকনিষ্ঠ খেলোয়াড়। আফগানিস্তানের হয়ে ২টি ওয়ানডে ও ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে এই তরুণের। তবে উইকেট শূন্য ছিলেন তিনি। তবে ৬টি লিস্ট এ ও ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে পেয়েছেন যথাক্রমে ৪ ও ৫ উইকেট।
এদিকে আইপিএলের আরেক ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালস চোটগ্রস্ত প্রসিধ কৃষ্ণের জায়গায় দলে নিয়েছে অভিজ্ঞ দক্ষিণ আফ্রিকান স্পিনার কেশব মহারাজকে। এর আগে ব্যক্তিগত কারণে নাম প্রত্যাহার করে নেন তারকা অস্ট্রেলিয়ান স্পিনার অ্যাডাম জাম্পাও। তাই মহারাজের অন্তর্ভুক্তি শক্তি বাড়াবে দলটির।
বৃহস্পতিবার এক বিবৃতি দিয়ে আইপিএল কর্তৃপক্ষ বলেছে, 'কলকাতা নাইট রাইডার্স আহত মুজিব উর রহমানের বদলি হিসেবে আল্লাহ গজানফারকে দলে নিয়েছে। রাজস্থান রয়্যালস টাটা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৪-এর জন্য প্রসিধ কৃষ্ণের জায়গায় কেশব মহারাজকে দলে নিয়েছে।'
অল্প বয়সেই ক্রিকেট বিশ্বে নজর কেড়ে নেওয়া আফগানিস্তানের ক্রিকেটারদের জন্য বিশেষকরে স্পিনারদের জন্য নতুন কোনো নজির নয়। রশিদ খান, মুজিবরাও এই বয়সেই নিজেদের প্রতিষ্ঠিত করেছেন। সে ধারায় নিজের জাত চেনানোর অপেক্ষায় রয়েছেন এই তরুণ।
এবারের আসরে সানরাইজার্স হায়দারাবাদের বিপক্ষে ৪ রানের রোমাঞ্চকর জয়ে শুরু করেছে কলকাতা। আজ শুক্রবার দ্বিতীয় ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে দলটি।
Comments