বাইরের চাপ নিতে পারছেন না লিটন!

Litton Das
ফাইল ছবি: ফিরোজ আহমেদ/স্টার

'দেয়ার ইজ সামথিং রং,' সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে লিটন দাসকে নিয়ে এমনটাই বলেছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এমনকি প্রথম টেস্টে তাকে খেলানোও পছন্দ হয়নি তার। তিনি পছন্দ না করলেও দ্বিতীয় টেস্টের দলে টিকে গেছেন লিটন। এমনকি চট্টগ্রাম টেস্টের একাদশে থাকার সম্ভাবনাও প্রবল। অথচ বাইরের চাপ নিতে পারছেন না বলেই ইঙ্গিত দিয়েছেন চন্ডিকা হাতুরুসিংহের অনুপস্থিতিতে বাংলাদেশের প্রধান কোচের দায়িত্বে থাকা নিক পোথাস।

সিলেট টেস্টে প্রায় সব ব্যাটারই ব্যর্থ হয়েছেন। কিন্তু তারপরও লিটনের ব্যর্থতা দেখা গিয়েছে নিয়ন আলোর মতো। কারণ দল যখন খাঁদের কিনারে তখন কি-না নিজের উইকেট স্রেফ বিলিয়ে দিয়ে এসেছেন তিনি। তার উপর উইকেটকিপিংয়েও ছিলেন 'উদাসীন'। সহজ ক্যাচ ছেড়েছেন। এমনকি ক্যাচ ধরেও আবেদন করেননি দুইবার। বল ব্যাটে লেগেছে কিনা টেরই পাননি। তাতে ক্রিকেটে তার মনোযোগ রয়েছে কিনা তা নিয়েও উঠেছে প্রশ্ন।

তবে দুঃসময়ে শিষ্যের পাশেই রয়েছেন নিক পোথাস। হাতুরুসিংহে হুট করে অস্ট্রেলিয়া চলে যাওয়ায় সহকারী এই কোচই এখন দায়িত্ব সামলাচ্ছেন। আলাদা করে কথা বলেছেন লিটনের সঙ্গে। তার প্রেক্ষিতেই সংবাদ সম্মেলনে এই কোচ বলেন, 'আমাদের মধ্যে কথা হয়েছে। লিটন ভালো জায়গায় আছে। যে সমস্যায় আমরা সাধারণত পড়ি তা হলো লিটনের ওপর চাপটা বাইরে থেকে এসেছে। আমি মনে করি আমরা যদি লিটনকে লিটন মতো ছেড়ে দেই, আমি মনে করি সে আপনাকে তার সেরাটা দেখাবে।'

লিটনের পারফরম্যান্স নিয়ে সমালোচনা চললেও টানা দুই ওয়ানডে ম্যাচে খালি হাতে বিদায়ের পর যেন আরও আরও তীব্র হয়। তৃতীয় ওয়ানডে ম্যাচে তো দল থেকে বাদই পড়ে যান। তাতেও সমালোচনা থামেনি। তবে লাল বলে পারফরম্যান্সের বিচারে ফিরে আসেন টেস্ট দলে। কিন্তু সেখানে সিলেট টেস্টে যা করেছেন, তাতে তীব্র সমালোচনার সঙ্গে উঠেছে নিন্দার ঝড়ও। সামাজিকমাধ্যম তো বটেই বাদ যায়নি গণমাধ্যমও।

তবে লিটনকে ক্রিকেটার হিসেবে না বিবেচনা করে আট-দশজন মানুষের মতো ভাবলে লিটন ভালো করতে পারবেন বলে মনে করেন পোথাস, 'যদি গণমাধ্যম এবং সামাজিকমাধ্যমে আমরা তার পিছেই লেগে থাকি, আমরা ভুলে যাই যে তারা ক্রিকেট খেলতে পারে বলে তারা টেলিভিশনে উপস্থিত হয়, (কিন্তু) মূলত তারা মানুষ। যদি আমরা তাদের সঙ্গে (সাধারণ) মানুষের মতো আচরণ করি এবং তাকে তার সবচেয়ে ভালো কাজ করার অনুমতি দিই, আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি যে সে আপনাকে ফলাফল দেখাবে।'

Comments

The Daily Star  | English

Govt cuts interest rates on savings tools

Finance ministry lowers rates on four key savings instruments

2h ago