ফিরেছেন সাকিব, হাসানের অভিষেক, ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিলেট টেস্টে বিবর্ণ হারের পর চট্টগ্রামে ঘুরে দাঁড়াতে মরিয়া বাংলাদেশ দল। সে লক্ষ্যে শুরুটা ভালো হয়নি টাইগারদের। টস জিতে নিয়েছেন শ্রীলঙ্কা দলের অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা। আগে ব্যাটিং বেছে নিয়েছেন তিনি। অর্থাৎ আগে ফিল্ডিং করতে হবে বাংলাদেশকে।
শনিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টস হেরে ফিল্ডিং করছে বাংলাদেশ দল।
সিরিজ হার এড়ানোর মিশনে বাংলাদেশের বড় অনুপ্রেরণা দলের সেরা তারকা সাকিব আল হাসানের ফেরা। প্রায় এক বছর পর লাল বলের ক্রিকেটে ফিরেছেন তিনি। সবমিলিয়েও সময়টা কম নয়। ভারত বিশ্বকাপের শেষ দিকে চোটের কারণে ছিটকে যাওয়ার পর জাতীয় দলের হয়ে আর খেলেননি এই অলরাউন্ডার।
এছাড়া অভিষেক হচ্ছে তরুণ পেসার হাসান মাহমুদের। চার বছরেরও বেশি সময় ধরে জাতীয় দলের হয়ে ২২টি ওয়ানডে ও ১৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেললেও এখনও টেস্ট খেলা হয়নি তার। এদিন শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবারের মতো মাঠে নামছেন ১৬টি প্রথম শ্রেণীর ম্যাচে ৪৯ উইকেট নেওয়া এই পেসার।
এ দুই খেলোয়াড়কে জায়গা করে দিতে সিলেটে খেলা একাদশ থেকে বাদ পড়েছেন শরিফুল ইসলাম ও নাহিদ রানা। মূলত টানা খেলার ধকল থেকে সামলাতে শরিফুলকে বিশ্রাম দেওয়া হয়েছে। অন্যদিকে সিলেটেই অভিষেক হয়েছিল নাহিদের।
প্রত্যাশিতভাবে একটি পরিবর্তন রয়েছে শ্রীলঙ্কার একাদশেও। কাসুন রাজিথা চোটে পড়ায় তার জায়গায় একাদশে ঢুকেছেন আসিথা ফার্নান্ডো।
এর আগে ব্যাটারদের ব্যর্থতায় সিলেটে সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশকে ৩২৮ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে শ্রীলঙ্কা। দুই ইনিংসের এক ইনিংসেও দুইশ কোটাও স্পর্শ করতে পারেনি বাংলাদেশ।
বাংলাদেশ দল: মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, সাকিব আল হাসান, শাহাদাত হোসেন, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ ও হাসান মাহমুদ।
শ্রীলঙ্কা দল: নিশান মাদুশকা, দিমুথ করুনারত্নে, কুসল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দিনেশ চান্দিমাল, ধনাঞ্জয়া ডি সিলভা, কামিন্দু মেন্ডিস, প্রবাথ জয়সুরিয়া, আসিথা ফার্নান্ডো, বিশ্ব ফার্নান্ডো ও লাহিরু কুমারা।
Comments