৩১৪ করেও করুনারত্নে বললেন, 'এখানে ব্যাটিং করা সহজ নয়'

এক দিনে ৩১৪ রান, তাও আবার চার উইকেট হারিয়ে। এমন অবস্থায় যে কেউই বলবে উইকেট ছিল ব্যাটারদের জন্য উপযোগী। সেখানে লঙ্কান ওপেনার দিমুথ করুনারত্নে বললেন সম্পূর্ণ ভিন্ন কথা। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ব্যাটিং করা বেশ কঠিনই ছিল বলে জানালেন তিনি!
লঙ্কানদের অবস্থান প্রথম দিন শেষে দারুণ হলেও তা নাও থাকতে পারতো। কারণ এদিন তিন তিনটি সহজ ক্যাচ মিস করেছেন বাংলাদেশের ফিল্ডাররা। একটি সহজ রানআউটের সুযোগ হয় নষ্ট। এছাড়া হাফচান্স তো ছিলই। তাই সে সব সুযোগ লুফে নিতে পারলে দিনটা হতে পারতো টাইগারদেরই।
ম্যাচ শেষে চট্টগ্রামের উইকেটে ব্যাটিং করা কঠিন বলেই জানালেন করুনারত্নে, 'এখানে ব্যাট করা সহজ নয়। গত কয়েক বছরে প্রথম ওভার থেকেই ফ্ল্যাট ছিল। এখানে ফাস্ট বোলারদের জন্য মুভমেন্ট রয়েছে। প্রথম কয়েক ওভারে এটা (ব্যাটিং) কঠিন। তখন আমাদের সেখানে গিয়ে আরও রক্ষণাত্মক খেলতে হয়েছে। বল নরম হয়ে গেলে আমরা কিছু রান পেয়েছি।'
প্রথম দিনে স্পিনাররা তেমন সুবিধা করে উঠতে পারেননি। কেবল একটি উইকেট পেয়েছেন সাকিব আল হাসান। দুটি শিকার পেসার হাসান মাহমুদের। তবে ধীরে ধীরে এ উইকেট স্পিনারদের জন্য হয়ে উঠবে বলে জানান করুনারত্নে, 'স্পিনাররা সত্যিই ভালো বোলিং করেছে, কিন্তু তাদের জন্য খুব বেশি কিছু ছিল না কারণ এটা প্রথম দিন। হয়তো পরে বোলারদের জন্যও ভালো উইকেট হবে।'
আর এ সকল কারণেই চট্টগ্রামে ড্র নয় ফলাফল হবে বলে আশা করছেন এই ওপেনার, 'আগের বছরে এটা (উইকেট) কিছুটা ফ্ল্যাট ছিল। তবে নতুন বলে টার্ন এবং সীম মুভমেন্ট রয়েছে। বোলারদের জন্যও কিছু সুবিধা রয়েছে। তৃতীয় দিন থেকে টার্ন করতে পারে। আমার মনে হয় এই উইকেটে ফলাফল হবে।'
Comments