হেলমেট পরে স্লিপে ফিল্ডিং করছেন শাহাদাত-জাকিররা

ঝুঁকি এড়াতে উইকেটরক্ষক প্রায়ই দেখা যায় হেলমেট পরে খেলতে। সিলি মিডন-মিডফ কিংবা শর্ট লেগে ফিল্ডাররা হেলমেট পরেই ফিল্ডিং করেন। তবে স্লিপের ফিল্ডারকে এমনটা করতে দেখা যায় না সাধারণত। শেষ কবে এমনটা দেখেছেন তাও মনে করা কষ্টসাধ্য। তবে চট্টগ্রাম টেস্টে দেখা গেল এই বিরল দৃশ্য। হেলমেট পরে ফিল্ডিং করেছেন বাংলাদেশের দুই ফিল্ডার জাকির হাসান ও শাহাদাত হোসেন দিপু।
রোববার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষে টেস্টের দ্বিতীয় দিনে ব্যাটিং করছে শ্রীলঙ্কা। আগের দিনে ৪ উইকেটে ৩১৪ রান নিয়ে ব্যাটিংয়ে নেমে এদিনও দারুণ শুরু করেছে দলটি। সাবধানী ব্যাটিংয়ে টাইগারদের কাজ কঠিন করে দিচ্ছেন দুই অপরাজিত ব্যাটার ধনাঞ্জয়া ডি সিলভা ও দিনেশ চান্দিমাল। তবে মাঝে মধ্যে যে পরাস্ত হচ্ছেন না, তাও নয়।
সৈয়দ খালেদ আহমেদের করা এদিনের পঞ্চম ওভারে দুইবার ধনাঞ্জয়ার ব্যাটের কানায় লেগে চলে যায় স্লিপে। দুইবারই বল ড্রপ করে ফিল্ডারের কিছুটা সামনে। যে কারণে শেষ বলে স্লিপের ফিল্ডার এগিয়ে সামনে আসেন দুই ধাপ। তখন দ্বাদশ ফিল্ডারকে হেলমেট নিয়ে মাঠে ঢুকতে দেখা যায়। হেলমেট পরে ফিল্ডিং করেন তৃতীয় স্লিপে থাকা জাকির। পরের ওভারে হেলমেট পরে কিছুটা এগিয়ে দাঁড়ান দ্বিতীয় স্লিপে থাকা শাহাদাতও। অথচ উইকেটরক্ষক লিটন দাস হেলমেট ছাড়াই কিপিং করেছেন।

মূলত ঝুঁকি এড়াতেই হেলমেট পরেছেন এ দুই টাইগার ফিল্ডার। পেসারদের দ্রুত গতির বল ব্যাটের কানায় লেগে মুহূর্তেই চলে আসলে মাথায় লাগার সম্ভাবনা থাকেই। তবে হেলমেট পরেও থেকে যায় ঝুঁকি। কারণ স্লিপের ফিল্ডারদের প্রায়ই ডাইভ দিতে হয়। আর এমনটা করতে গেলে উল্টো হেলমেটে লেগে মাথায় আঘাত পাওয়ার সম্ভাবনা থেকেই যায়।
Comments