নেতৃত্ব হারানোর পর ‘বানোয়াট’ বিবৃতিতে ক্ষুব্ধ শাহিন

বিশ্বকাপ ব্যর্থতার পর বাবর আজম সরে গেলে পাকিস্তানের টি-টোয়েন্টির অধিনায়ক করা হয়েছিলো শাহিন আফ্রিদিকে, ওয়ানডেতেও নেতৃত্ব পাওয়ার কথা ছিলো তার। তবে এক সিরিজ পরই ফের বাবরকে অধিনায়ক করায় চরম হতাশ শাহিন। তার হতাশা পরিণত হয়েছে ক্ষোভে যখন খোদ পিসিবি তার নামে একটি বিবৃতি প্রকাশ করেছে।
রোববার নাটকীয়তার ভরা পাকিস্তানের ক্রিকেটে হয় পালাবদল। টেস্টে শান মাসুদকে রেখে সাদা বলের নেতৃত্বে ফেরানো হয় বাবরকে।
মাত্র একটি সিরিজ পরই অধিনায়কত্ব হারানোয় হতাশা থাকা শাহিনের জন্য স্বাভাবিক। চমক হিসেবে আসা এই খবরের আলোচনা যখন তুমুল তখন বের হয় বাবরকে স্বাগত জানিয়ে শাহিনের একটি বিবৃতি। পিসিবির প্রকাশিত বিবৃতিতে খোলা মনে সব মেনে নেওয়ার কথা আছে শাহিনের ভাষ্যে। মজার কথা হলো, এই বিবৃতির বিষয়ে শাহিন নিজেই নাকি কিছুই জানেন না।
বিবৃতিতে শাহিনের ভাষ্যে লেখা হয়, 'নেতৃত্ব পাওয়া ও এবং এই স্মৃতি আমি লালন করি। দলের একজন খেলোয়াড় হিসেবে আমার দায়িত্ব অধিনায়ক বাবর আজমের পাশে থাকা। তার অধিনায়কত্বে আগেও খেলেছি, তার প্রতি সম্মানই আছে শুধু। মাঠে তাকে সহায়তা করব। আমরা সবাই এক, আমাদের লক্ষ্য এক। পাকিস্তান বিশ্বের সেরা দল হয়ে উঠায় সহায়তা করব।'
এমন বিবৃতিতে সমর্থকদের প্রশংসা পাচ্ছিলেন শাহিন। পাকিস্তানের সংবাদ মাধ্যমের খবর, সমালোচনা থামাতে শাহিনের সঙ্গে আলাপ না করেই বিবৃতি বানিয়ে ছেড়ে দিয়েছে পিসিবি।
ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, এতে ক্ষুব্ধ হয়েছেন শাহিন। তিনি পালটা বিবৃতি দেওয়ারও চিন্তা করছিলেন। তাকে শান্ত করতে জরুরি সভা আহবান করেছে পিসিবি।
গত নভেম্বরে বিশ্বকাপে ব্যর্থ হওয়ার পর সব সংস্করণে অধিনায়কত্ব ছেড়ে দেন বাবর। নেতৃত্ব ছাড়ার আগেই তুমুল সমালোচনা ও বোর্ড থেকে তাকে সরিয়ে দেওয়ার আভাস পেয়েছিলেন তিনি। বাবর সরে যাওয়ায় শান মাসুদকে টেস্ট ও শাহিনকে টি-টোয়েন্টির অধিনায়ক করা হয়। ওয়ানডে ফাঁকা রাখা হলেও শাহিনই ছিলেন দাবিদার। শাহিনের নেতৃত্বে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪-১ ব্যবধানে হারে পাকিস্তান। শ্বশুর শহিদ আফ্রিদিও শাহিনকে অধিনায়ক করার সমালোচনা করেন। তবে তাকে নেতৃত্ব দিয়ে স্রেফ এক সিরিজ পরই বদল আনা এখন পড়েছে আরেক সমালোচনায়।
Comments